ঈদের আগে ছুটির দিনেও খোলা থাকবে ব্যাংক
ঈদুল আযহাকে সামনে রেখে ব্যবসায়িক লেনদেন সচল রাখা ও গার্মেন্ট শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধের সুবিধার্থে শিল্প এলাকায় অবস্থিত সকল ব্যাংকের শাখা শুক্র ও শনিবার ছুটির দিনে খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে জানানো হয়, ঢাকা শহর, আশুলিয়া, সাভার, টঙ্গী, গাজীপুর, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত ব্যাংকের শাখাগুলো আগামী ৯ আগস্ট (শুক্রবার) ও ১০ আগস্ট (শনিবার) দুইদিন খোলা থাকবে।
ব্যাংকগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা দিয়ে পূর্ণকালীন সময়ের জন্য এই দুইদিন ব্যাংকিং করার নির্দেশনা দেয় বাংলাদেশ ব্যাংক।
জিলহজ্ব মাসের চাঁদ দেখা যাওয়ায় আগামী ১২ই আগস্ট দেশজুড়ে পালন করা হবে মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদুল আযহা।