এপেক্স ট্যানারি শেয়ারহোল্ডারদের দেবে ৩৫ শতাংশ নগদ লভ্যাংশ
৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরে শেয়ারহোল্ডারদের জন্য ৩৫ শতাংশ নগদ বা শেয়ার প্রতি ৩.৫০ টাকা লভ্যাংশ দেওয়ার সুপারিশ করেছে এপেক্স ট্যানারি লিমিটেড। বুধবার কোম্পানিটির পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সভায় কোম্পানিটির ২০১৮-১৯ হিসাব বছরের নিরীক্ষা প্রতিবেদন অনুমোদন দেওয়া হয়। তাদের শেয়ার প্রতি আয় (ইপিএস) ১.৪১ টাকা। এর আগের বছরের চেয়ে ইপিএস কমেছে ৪৪ শতাংশ।
কোম্পানিটির প্রধান অর্থ কর্মকর্তা মাইন উদ্দীন দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, ১.৪১ টাকা ইপিএসে শেয়ারহোল্ডারদের ৩.৫০ টাকা লভ্যাংশ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। বাকি টাকা দেওয়া হবে কোম্পানিটির রিজার্ভ থেকে।
বর্তমানে কোম্পানিটির রিজার্ভ ৫২ কোটি টাকা।
কোম্পানিটি জানায়, ২০১৮-১৯ হিসাব বছরের বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২১ অক্টোবর সকাল ১০টায় গুলশানের বাংলাদেশ শুটিং স্পোর্টসে ফেডারেশনে অনুষ্ঠিত হবে। এর জন্য ২৫ সেপ্টেম্বর রেকর্ড ডেট ঠিক করা হয়েছে।
২০১৮-১৯ হিসাব বছরে কোম্পানিটির শেয়ার প্রতি নেট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৬৯.২১ টাকা এবং শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ১৬.১২ টাকা।
কোম্পানিটির ঊর্ধ্বতন কর্মকর্তারা জানান, সাভারে ট্যানারি সরিয়ে নেওয়ায় কোম্পানির খরচ বেড়েছে। সেখানে উৎপাদনও পুরোপুরি শুরু করা সম্ভব হয়নি। তাই কাঁচামালের মজুদ বেড়েছে। এছাড়া মার্কেট থেকে গ্রাহকদের কাছে কোম্পানির অনেক টাকা পাওনা রয়েছে।
এর আগে টানা তিন হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ৪০ শতাংশ করে নগদ লভ্যাংশ দিয়েছিল।
১৯৮৫ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিটির পরিশোধিত মূলধন ১৫ কোটি ২৪ লাখ টাকা। তাদের মোট শেয়ারের ৪১.৯৪ শতাংশ উদ্যোক্তা ও পরিচালকদের কাছে রয়েছে। ২২.৩৮ শতাংশ প্রতিষ্ঠানের কাছে এবং ৩৫.৬৮ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীর হাতে রয়েছে।