এ সপ্তাহের ইজেল: 'নীল দুনিয়া'
নীল এবং নীলের দুনিয়া জুড়ে দীর্ঘ অভিযাত্রা ইজেলের এ সপ্তাহের আয়োজন।
অষ্টাদশ শতকের শিল্প বিপ্লবের সময় ইংল্যান্ডের বস্ত্রশিল্পে নীলের চাহিদা প্রবল ভাবে বৃদ্ধি পায়। নীলের চাহিদা মেটাতে গিয়ে কড়া মূল্য দিতে বাংলার কৃষকদের। অত্যাচার ও শোষণে অতিষ্ঠ হয়ে উনিশ শতকের অন্যতম উল্লেখযোগ্য কৃষক বিদ্রোহের সূচনা হয়, এ বিদ্রোহই নীল বিদ্রোহ নামে পরিচিত।
নীল এবং নীলের দুনিয়া জুড়ে দীর্ঘ অভিযাত্রা ইজেলের এ সপ্তাহের আয়োজন। আছে অন্যান্য লেখাও। চলুন, এক নজরে দেখে নিই কী কী রয়েছে এ আয়োজনে: