ওয়ারীর শিশু ধর্ষণ-হত্যায় প্রধান আসামী গ্রেপ্তার
ঢাকার ওয়ারীতে এক শিশুকে ধর্ষণের পর হত্যার ঘটনায় অভিযুক্ত প্রধান আসামীকে কুমিল্লা থেকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ।
আটক হারুনুর রশিদের (২৭) বিরুদ্ধে ওয়ারির সিলভারডেইল স্কুলের ছাত্রী, সাত বছরের শিশু সামিয়া আফরিন সায়মাকে ধর্ষণের পর হত্যার অভিযোগ ওঠে। ঘটনার পর পরই পালিয়ে যান এই আসামী।
হারুনুর রশিদকে গ্রেপ্তারের পর রোববার ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম কমিশনার আব্দুল বাতেন এক সংবাদ সম্মেলনে বলেন, “প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে অপরাধের সত্যতা স্বীকার করেছে।”
শুক্রবার সন্ধ্যায় ওয়ারীর একটি বাড়ির আটতলার একটি নির্মাণাধীন ফ্ল্যাট থেকে সায়মার মৃতদেহ উদ্ধার করা হয়। একই বাড়ির ষষ্ঠ তলায় নিজের পরিবারের সাথে থাকতেন এই স্কুলছাত্রী।
তার মৃত্যুর পর শনিবার মরহেদের ফরেনসিক পরীক্ষার পর ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক বিভাগের প্রধান সোহেল মাহমুদ গণমাধ্যমকে জানান, হত্যার আগে ধর্ষণ করা হয় এই শিশুটিকে।