কিভাবে ‘বন্দুকযুদ্ধ’ হল, ‘নিশ্চিত নন’ স্বরাষ্ট্রমন্ত্রী
বরগুনার যুবক রিফাত শরীফ হত্যার ঘটনায় অভিযুক্ত সাব্বির আহমেদ নয়ন পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হবার ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রী আসদুজ্জামান খাঁন কামাল বলেছেন, কিভাবে এই ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে সে ব্যপারে নিশ্চিত নন তিনি।
মঙ্গলবার (২ জুলাই) রাজধানীর সিরডাপ মিলনায়তনে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, “তবে এটা নিশ্চিত যে প্রথমে আক্রমণের শিকার হয়েই পরবর্তীতে পুলিশ পাল্টা আক্রমণে যায়।”
গত বুধবার স্ত্রীকে নিয়ে কলেজ থেকে ফেরার পথে প্রকাশ্য দিবালোকেই রিফাত শরীফ নামে বরগুনার এক যুবককে কুপিয়ে হত্যা করে একদল সন্ত্রাসী। হত্যাকান্ডের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তাতে দেখা যায় রিফাতের স্ত্রী বারবার ঠেকানোর চেষ্টা করলেও সন্ত্রাসীরা তাকে রামদা দিয়ে কোপাতে থাকে। এসময় পাশে অনেককে দাঁড়িয়ে থাকতে দেখা গেলেও রিফাতের স্ত্রী ছাড়া কেউই সন্ত্রাসীদের নিবৃত করার চেষ্টা করেননি। রক্তাক্ত অবস্থায় রিফাতকে বরগুনা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানেই তিনি মারা যান।
এর একদিন পর বাদী হয়ে বরগুনা সদর থানায় ১২ জনকে আসামী করে মামলা করেন রিফাত শরীফের বাবা।
এরমধ্যে ফেসবুক মেসেঞ্জার গ্রুপের কয়েকটি স্ক্রিনশট ইন্টারনেটে ছড়িয়ে পড়লে তাতে দেখা যায়, হত্যার বিষয়টি পূর্বপরিকল্পিত এবং হত্যার মূল নকশা করেন প্রধান আসামী সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড ।
রিফাত শরীফ হত্যার ঘটনায় দেশব্যপী সমালোচনার ঝড়ের মধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেপ্তারে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেন। নির্মম এই হত্যাকান্ডকে ‘জনগণের ব্যর্থতা’ বলে মন্তব্যও আসে হাইকোর্ট থেকে।
ঘটনার পর অভিযুক্ত কয়েক আসামীকে পুলিশ গ্রেপ্তার করলেও পালিয়ে যান ঘটনার প্রধান আসামী সাব্বির আহমেদ নয়ন ওরফে নয়ন বন্ড। এরপর আজ মঙ্গলবার সকালে পুলিশের বরাত দিয়ে ‘বন্দুকযুদ্ধে’ নয়নের নিহত হবার খবর আসে গণমাধ্যমে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “ঘটনার পর থেকেই ভিডিও ফুটেজে শনাক্ত হওয়া তিন খুনির খোঁজে লেগে থাকে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোয়েন্দারা। এরমধ্যে দুইজনকে গ্রেপ্তার করা হয় কিন্তু অনবরত স্থান পরিবর্তন করায় নয়নকে ধরা সম্ভব হচ্ছিল না।”
মঙ্গলবার সকালে বরগুনা পুলিশ নয়নের নিহত হবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে। সংবাদ সম্মেলন করে বরগুনার পুলিশ সুপার মারুফ হোসেন জানান, পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রিফাত শরীফের হত্যাকারী সাব্বির আহমেদ নয়ন নিহত হয়েছে।