ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু
আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। আজ (২৯ জুলাই) সকাল ছয়টা থেকে অনলাইনে এবং সকাল নয়টা থেকে কাউন্টারের মাধ্যমে আগামী ৭ জুলাইয়ের টিকিট বিক্রি শুরু হয়েছে।
রাজধানীর কমলাপুর স্টেশন, বিমানবন্দর স্টেশন, বনানী স্টেশন, তেজগাঁও স্টেশন এবং ফুলবাড়িয়া পুরাতন রেলভবন থেকে অগ্রিম টিকিট বিক্রি করা হচ্ছে। প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত টিকিট বিক্রি করা হবে।
আগামী ৮, ৯, ১০, ১১ আগস্টের অগ্রিম টিকিট দেয়া হবে ৩০ ও ৩১ জুলাই এবং আগস্টের ১ ও ২ তারিখে।
এর আগে গত ২৩ জুলাই ঈদুল আজহা উপলক্ষে রেলওয়ের প্রস্তুতি বিষয়ে এক সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন জানান, ঈদ শেষে কর্মস্থলে ফেরার টিকিট বিক্রি ৫ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ৯ আগস্ট পর্যন্ত। এবার ঢাকার পাঁচটি স্থান থেকে টিকিট পাওয়া যাবে।