ডেঙ্গু রোগীর সংখ্যা কমছে কিন্তু একেবারে বন্ধ হয়নি: স্বাস্থ্য অধিদপ্তর
গত এক সপ্তাহে ডেঙ্গু রোগী একবার বাড়ছে, আরেক বার কমছে। তবে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার হার স্থায়ীভাবে কমে আসছে এমনটা মনে না করে কাজ চালিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক সানিয়া তহমিনা।
মঙ্গলবার তিনটায় স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
সানিয়া তাহমিনা বলেন, হাসপাতালে ভর্তি রোগী এখন ২০০০ থেকে ১২০০ তে নেমে এসেছে। ভর্তি হওয়া রোগীর সংখ্যা বাড়ছে-কমছে। কিন্তু রোগী একেবারে (পার্মানেন্টলি) কমছে তা বলা যাবে না। চলমান কার্যক্রম অব্যাহত থাকলে এ বছরের সেপ্টেম্বরে ডেঙ্গু রোগীর সংখ্যা আর বাড়বে না। সাধারণত সেপ্টেম্বর ডেঙ্গুর পিক সময়।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে নতুন করে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১,২৯৯ জন। এর মধ্যে ঢাকায় ৬২২ জন ও ঢাকার বাইরের হাসপাতালগুলোতে ৬৯১ জন ভর্তি হয়েছেন। এতে বোঝা যাচ্ছে যে, ঢাকায় আমরা ডেঙ্গু কমিয়ে আনতে পারছি।
ব্রিফিংয়ে জানানো হয়, এ বছর এখন পর্যন্তু ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন ৬৬,০৬৪ জন। বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন ৫,৩২২ জন। এখন পর্যন্ত ৫২ জনেরর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে আইইডিসিআর। তাদের ডেথ রিভিউ কমিটির কাছে ১৭৩ জনের মৃত্যুর তথ্য পৌঁছেছে।