দিল্লিতে বাংলাদেশ ভারত দ্বিপাক্ষিক আলোচনা
বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে হায়দ্রাবাদ হাউসে স্থানীয় সময় সাড়ে ১১ টায় দ্বিপাক্ষিক আলোচনা শুরু হয়েছে।
দু’দেশের সম্পর্ককে আগামী দিনগুলোতে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে করণীয় নির্ধারণই এ আলোচনার উদ্দেশ্য।
শেখ হাসিনা সকালে হায়দ্রাবাদ হাউজে পৌঁছালে প্রধান ফটকে তাঁকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী। আলোচনা শুরুর কিছুক্ষণ আগে দু’নেতার মধ্যে একান্ত বৈঠক হয়।
দায়িত্বশীল একজন কর্মকর্তা জানিয়েছেন, দ্বিপাক্ষিক বিষয়গুলো ছাড়াও দু’নেতা বাণিজ্যিক ও যোগাযোগের বিষয়গুলোর উপর গুরুত্ব দেবেন।
অভিন্ন নদীগুলোর পানিবণ্টন, রোহিঙ্গা প্রত্যাবাসন ও বিনিয়োগের বিষয়গুলো আলোচনায় প্রাধান্য পাবে। তাছাড়া, সীমান্তে হত্যার ঘটনা শূন্যে নামিয়ে আনা, আঞ্চলিক সন্ত্রাসবাদ নির্মূল, এন্টি-ডাম্পিং এবং এনার্জি খাতে সহযোগিতা বাড়ানোর মতো বিষয়গুলো থাকছে আলোচনায়।
বৈঠক শেষে দু’নেতার উপস্থিতিতে দু’দেশের মধ্যে ১১টি সমঝোতা স্মারক (মেমোরেন্ডাম অব আন্ডারস্ট্যান্ডিং) ও চুক্তি স্বাক্ষরিত হবার কথা। এরপর দুই প্রধানমন্ত্রী কয়েকটি যৌথ প্রকল্প উদ্বোধন করবেন।
দ্বিপাক্ষিক আলোচনা শেষে দু’দেশের ডেলিগেটরা সেখানে মধ্যাহ্নভোজে অংশ নেবেন।
দ্বিপক্ষীয় বৈঠকের আগে সকালে শেখ হাসিনার সঙ্গে দেখা করেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তিনি তাঁকে জানান, ভারত প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়।
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম, ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত সৈয়দ মোয়াজ্জেম আলী এবং বাংলাদেশে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত রিভা গাঙ্গুলি দাশ এ সময় উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বৃহষ্পতিবার সকালে নয়াদিল্লি পৌঁছেন। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ইন্ডিয়ান ইকোনমিক সামিটে অংশ নেন।
নয়াদিল্লিতে বাংলাদেশের প্রধানমন্ত্রীর উপস্থিতির পর তাঁকে স্বাগত জানিয়ে ভারত সরকারের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশের সঙ্গে সম্পর্কটিতে ভারত সরকার ‘সর্বোচ্চ গুরুত্ব’ দেয়।
ভারতের পরররাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনার দিল্লি পৌঁছানোর ছবি শেয়ার করে এক টুইট বার্তায় এ কথা জানায়। বার্তায় আরও বলা হয়, বাংলাদেশ ও ভারত কৌশলগত অংশীদারিত্বের বাইরেও নানা বিষয়ে আদানপ্রদান করে।
হায়দ্রাবাদ হাউজে আজ দুপুরের শীর্ষ বৈঠকের পর বিকাল সাড়ে চারটায় ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে দেখা করবেন শেখ হাসিনা। রাষ্ট্রপতি ভবনে এই সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হবে।
এরপর প্রধানমন্ত্রীর দিল্লি সফরকালীন আবাসস্থল হোটেল তাজমহলে এক অনুষ্ঠানে এশিয়াটিক সোসাইট তাঁকে ‘টেগোর পিস অ্যাওয়ার্ড’ দেবে।
প্রধানমন্ত্রী রোববার দেশে ফিরে আসবেন।