দিল্লীতে বিনামূল্যে বিদ্যুৎ
দিল্লীতে ২০০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ ব্যবহার বিনামূল্যে করার ঘোষণা দিয়েছে অরবিন্দ কেজরিওয়ালের রাজ্য সরকার।
বৃহস্পতিবার (১ আগস্ট) এই ঘোষনা দেন আম আদমি পার্টি প্রধান অরবিন্দ কেজরিওয়াল।
এ ঘটনায় দিল্লীর উপ প্রধানমন্ত্রী মনিশ সিসোডিয়া একে ‘ঐতিহাসিক দিন’ বলে ঘোষনা দিয়ে টুইট করেন। টুইটে তিনি বলেন, “উন্নত শিক্ষা আর স্বাস্থ্য সেবার পাশাপাশি , সবার ঘরে পর্যাপ্ত পরিমান বিদ্যুৎ সরবরাহ থাকাটাও জরুরি।”
আগামী ২০২০ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে যাচ্ছে দিল্লীর এসেম্বলি নির্বাচন। বিনামূল্যে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগকে আসন্ন এই নির্বাচনী প্রচারণার কৌশল হিসেবে অনেকে বিবেচনা করলেও, নিঃসন্দেহে এতে উপকৃত হবে রাজ্যের জনগণ।
এর আগে ২০১৪ সালে দিল্লীতে প্রতিদিন বিনামূল্যে ৭০০ লিটার করে পানি দেয়ার এবং ৪০০ ইউনিটের ওপরে বিদ্যুৎ ব্যবহারে শতকরা ৫০ শতাংশ বিল কমানোর ঘোষণা দেয় কেজরিওয়াল সরকার।