ফার্ম ফ্রেশ ও প্রাণ দুধ বিক্রিতেও আর বাধা নেই
পাস্তুরিত দুধ উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধ করতে রোববার হাইকোর্ট যে আদেশ দিয়েছিল তা মিল্ক ভিটার পর এবার ফার্ম ফ্রেশ দুধ এবং প্রাণ দুধের ক্ষেত্রেও স্থগিত করে দিয়েছে আপিল বিভাগের চেম্বার জজ আদালত।
এর ফলে মিল্ক ভিটার পাশাপাশি আকিজ ফুড অ্যান্ড বেভারেজের পণ্য ফার্ম ফ্রেশ দুধ এবং প্রাণ ডেইরি লিমিটেডের পণ্য প্রাণ দুধের উৎপাদন ও বিক্রিতে আর বাধা থাকলো না।
গত রোববার বিএসটিআই অনুমোদিত ১৮ কোম্পানির পাস্তুরিত দুধের উৎপাদন ও বিপণন পাঁচ সপ্তাহের জন্য বন্ধ করতে আদেশ দিয়েছিলো হাইকোর্টের একটি বেঞ্চ।
ওই আদেশের বিরুদ্ধে প্রাণ ডেইরি লিমিটেড এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজ শুনানি করলে আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোঃ নুরুজ্জামান হাইকোর্টের আদেশ পাঁচ সপ্তাহের জন্য স্থগিত করে দেন।
আদালতে প্রাণ ডেইরি লিমিটেড এবং আকিজ ফুড অ্যান্ড বেভারেজের পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম।
তিনি বলেন, আকিজ ফুড অ্যান্ড বেভারেজ এবং প্রাণ ডেইরি লিমিটের পাস্তুরিত দুধে অ্যান্টিবায়োটিক এবং সীসার পরিমাণ বিপদসীমা অতিক্রম করেনি। আদালতের এই রায়ের পর এই দুই কোম্পানীর পাস্তুরিত দুধের উৎপাদন, বিপণন এবং বিক্রিতে আর কোনও বাধা নেই।