ব্যাংক কোম্পানি আইনে পরিবর্তন আসছে
সরকার শিগগির ব্যাংক কোম্পানি আইন ১৯৯১ এ পরিবর্তন আনতে যাচ্ছে। সে বিষয়ে ইঙ্গিত দিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
ব্যাংকিং খাত ঢেলে সাজানোর অংশ হিসেবে সরকার এটা করতে যাচ্ছেন বলে এক সাংবাদিক সম্মেলনে জানালেন তিনি।
মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদে চারটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকের পর অডিটরিয়ামে সাংবাদিক সম্মেলনের আয়োজন হয়।
তবে, আইনের কোন কোন দিকগুলোতে অদলবদল হতে পারে সে বিষয়ে সুস্পষ্টভাবে কিছু বলেননি মন্ত্রী।
২০১৮ সালে ব্যাংক কোম্পানি আইনে পরিবর্তন এনে ব্যাংকের পরিচালনা পর্ষদে একই পরিবারের সর্বোচ্চ চার জন সদস্য থাকতে পারবেন, এ আইন করা হয়। সংশোধনের আগে এক পরিবার থেকে সর্বোচ্চ দুজন পর্ষদে থাকতে পারতেন।
ব্যাংকিং আইন নিয়ে বাংলাদেশ ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে বুধবার মন্ত্রীর বৈঠক রয়েছে।