ব্রাহ্মণবাড়িয়া-সুনামগঞ্জে করোনায় আক্রান্তের সংখ্যা হাজার ছাড়াল
ব্রাহ্মণবাড়িয়া ও সুনামগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার ব্রাহ্মণবাড়িয়ায় নতুন করে ২১ জনের নমুনার ফল পজিটিভ আসার পর জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ায় এক হাজার ৯৩ জনে। এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ জেলায় মারা গেছেন ১৫ জন।
ব্রাহ্মণবাড়িয়ার সিভিল সার্জন ডা. মোহাম্মদ একরাম উল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার আমাদের কাছে ৫৮টি নমুনার রিপোর্ট এসেছে। এর মধ্যে ২১ জনের পজিটিভ পাওয়া গেছে। তাদেরকে আইসোলেশনের রাখার প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, এ পর্যন্ত জেলায় দশ হাজার ২২০ জনের নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে নয় হাজার ৪৩৯ জনের রিপোর্ট পাওয়া গেছে। বর্তমানে আইসোলেশন সেন্টারে আছেন ৮২২ জন।
এদিকে, সুনামগঞ্জেও করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা হাজার ছাড়িয়েছে। বৃহস্পতিবার পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ১৫ জনে। এ পর্যন্ত মারা গেছেন সাতজন। সুস্থ হয়েছেন ৫২৮জন।
সুনামগঞ্জ সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় বৃহস্পতিবার পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা এক হাজার ১৫ জন। বুধবার রাতে নতুন করে ২৫ জনের করোনা শনাক্ত হয়েছে। ওইদিন দোয়ারাবাজার উপজেলায় করোনা আক্রান্ত এক প্রাথমিক স্কুল শিক্ষক চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
জানা গেছে, সুনামগঞ্জ সদর উপজেলায় ২৬৫ জন, দক্ষিণ সুনামগঞ্জে ৭১ জন, দিরাইয়ে ৪১ জন, শাল্লায় ৩৭ জন, বিশ্বম্ভরপুরে ৩৬ জন, তাহিরপুরে ৩৭ জন, জামালগঞ্জে ৬৫ জন, ধর্মপাশায় ১৯ জন, দোয়ারায় ৯২ জন, ছাতকে ২৬২ জন ও জগন্নাথপুরে ৮৯ জনের করোনা শনাক্ত হয়েছে। তাদের মধ্যে বর্তমানে আইসোলেশনে আছেন ৪৭৯ জন।
সুনামগঞ্জ সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, সিলেট বিভাগে আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে আমাদের অবস্থান দ্বিতীয়। প্রতিদিনই আমরা নমুনা সংগ্রহ করছি। প্রতিদিনই আক্রান্ত হচ্ছে মানুষ। আমরা সবাইকে স্বাস্থ্য বিভাগ ও প্রশাসনের পক্ষ থেকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি।