ভিকারুননিসায় অধ্যক্ষ নিয়োগ স্থগিতের আবেদনে সাড়া দেননি চেম্বার বিচারপতি
রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ হিসেবে ফওজিয়া রেজওয়ানের নিয়োগ স্থগিত এবং তাঁর কাজে যোগদানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে দায়েরকৃত আবেদনে সাড়া দেয়নি আপিল বিভাগের চেম্বার বিচারপতির আদালত।
নিয়োগ স্থগিত চেয়ে আবেদন করা হলে সেটির শুনানি নিয়ে ২১ অক্টোবর দিন নির্ধারণ করে, আবেদনটি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য পাঠানো হয়েছে। অবকাশকালীন চেম্বার বেঞ্চের বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বৃহস্পতিবার এই আদেশ দিয়েছেন।
১৫ সেপ্টেম্বর ঢাকার সবুজবাগ সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষের দায়িত্ব পালনরত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা ফওজিয়া রেজওয়ানকে ভিকারুননিসার অধ্যক্ষ হিসেবে নিয়োগ দেয় সরকার।
পরে ওই নিয়োগ স্থগিত চেয়ে ১৬ সেপ্টেম্বর রিট করেন ভিকারুননিসার গভর্নিং বডির সাবেক সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ইউনুছ আলী আকন্দ।
রিট আবেদনে বলা হয়, আইন অনুযায়ী অধ্যক্ষ নিয়োগের ক্ষমতা গভর্নিং বডির। কিন্তু সরকার অবৈধ ক্ষমতা ব্যবহার করে মাউশির একজন কর্মকর্তাকে অধ্যক্ষ হিসেবে নিয়োগ দিয়েছে।
এ রিটের শুনানি নিয়ে গত মঙ্গলবার হাইকোর্ট ফওজিয়া রিজওয়ানের নিয়োগ কেন আইনগত কর্তৃত্ব-বহির্ভূত ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করলেও নিয়োগের উপর স্থগিতাদেশ দেয়নি।
পরে বুধবার ফওজিয়া রিজওয়ানের নিয়োগের ওপর স্থগিতাদেশ এবং কাজে যোগদানের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন জানান রিটকারী ইউনুছ আলী আকন্দ।
বৃহস্পতিবার সেই আবেদনের ওপর শুনানি নিয়ে চেম্বার বিচারপতি আবেদনটি আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে পাঠিয়েছেন। আবেদনের পক্ষে রিটকারী ইউনুছ আলী এবং সরকারের পক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানি করেন।
২০১৮ সালে অরিত্রি অধিকারী নামের এক ছাত্রীর আত্মহত্যার ঘটনায় স্কুলটির অধ্যক্ষ নাজনীন ফেরদৌস এবং আরও দুই শিক্ষককে অপসারণ করা হয়।