ধানমন্ডিতে ভিকারুননিসার শিক্ষার্থী-অভিভাবকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ
স্থায়ী ক্যাম্পাসের দাবিতে মিরপুর রোড অবরোধ করে বিক্ষোভ করছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ধানমন্ডি শাখার কয়েকশ শিক্ষার্থী ও অভিভাবক।
সম্প্রতি ভিকারুননিসা কর্তৃপক্ষ ধানমন্ডি ক্যাম্পাস বন্ধের ঘোষণা দেয়।
আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে অর্চার্ড পয়েন্টের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন ৫ শতাধিক শিক্ষার্থী ও অভিভাবক।
বিকাল সাড়ে ৩টায় পর্যন্ত সড়কে শিক্ষার্থীদের ভিড় ছিল।
ধানমন্ডি মডেল থানার ওসি একরাম আলী মিয়া জানান, বিক্ষোভস্থলে পুলিশের একটি দল মোতায়েন করা হয়েছে।
তিনি বলেন, "শিক্ষার্থীদের সাথে কথা বলে বোঝানোর চেষ্টা করা হলেও তারা রাস্তা থেকে সরতে রাজি হয়নি।"