মদিনায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি নিহত
সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় চার বাংলাদেশি যুবক নিহত হয়েছেন।
শুক্রবার (২৩ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের বদলপুর গ্রামের জাব্বার মিয়ার ছেলে সুরুজ মিয়া (২৫) ও মোতালিব ব্যাপারীর ছেলে নুরা মিয়া (২৩), পাশের খালিয়ারচর গ্রামের মোকররমে ছেলে উজ্জল (২২) এবং খাগকান্দা ইউনিয়নের চম্পকনগর গ্রামের আকরাম আলীর ছেলে রাসেল (২৪)।
তারা সৌদি আরবের আল ফাহাদ কোম্পানিতে পরিচ্ছন্ন কর্মী হিসাবে কর্মরত ছিলেন বলে জানিয়ে ওই কোম্পানির সুপারভাইজার জহিরুল হুদা আলমগীর।