মাত্র ১৪ শতাংশ ভোট পড়লো যে কেন্দ্রে
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অন্তর্গত ভিকারুন্নেসা স্কুলের মহিলা কেন্দ্রে ভোট পড়েছে মাত্র ১৪ শতাংশ। এই কেন্দ্রে মোট ভোটার সংখ্যা ২৫৪৭ জন, কিন্তু ভোট পড়েছে মাত্র ৩৫৮টি।
প্রকাশ্যে প্রভাবশালী দলের লোকজনের প্রভাবে ভোট দিতে হবে, এই ভয়েই অনেকে ভোট দিতে আসেনি বলে মন্তব্য করেন ভোটারদের অনেকে।
ভিকারুন্নেসা স্কুলের পুরুষ কেন্দ্রে ভোট দিতে আসেন ড. কামাল হোসেন। ভোট দেওয়ার পর তিনি বলেন, "বিএনপির এজেন্টদের ভোট কেন্দ্রে প্রবেশে বাধা দেয়া হচ্ছে এবং জনগণ ভোট দেয়ার ক্ষেত্রে সমস্যায় পড়ছেন বলে তিনি অভিযোগ পাচ্ছেন।"
ড. কামাল তার ব্যক্তিগত অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, ভোট দিতে তার প্রায় ৩০ মিনিট সময় লেগেছে। ‘ইভিএম একটি জটিল ব্যবস্থা’। তিনি বলেন, ‘আমি নিশ্চিত প্রক্রিয়াটি এত জটিল হওয়ায় ভোট দিতে লোকজন ভোটকেন্দ্রে আসবে না।’
এদিকে ভোটার উপস্থিতি সম্পর্কে নিজেই অসন্তোষ প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। সকাল ১১টার দিকে তিনি বলেন, সকাল থেকে যা দেখলাম এখন পর্যন্ত ভোটার উপস্থিতি ভালো না। আশা করছি, পরে আরও আসবে।
রাজধানীর দু’টি সিটি করপোরেশনে আজ সকাল ৮টায় ইলেক্ট্রোনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত।
দুই সিটিতে ২ হাজার ৪৬৮টি ভোটকেন্দ্র ও ১৪ হাজার ৪৩৪টি ভোটকক্ষ রয়েছে। এরমধ্যে ঢাকা উত্তর সিটিতে ১ হাজার ৩১৮টি ভোটকেন্দ্র ও ৭ হাজার ৮৫৭টি ভোটকক্ষ এবং দক্ষিণ সিটিতে ১ হাজার ১৫০টি ভোটকেন্দ্র ও ৬ হাজার ৫৮৮টি ভোটকক্ষ রয়েছে।
দুই সিটি নির্বাচনে ভোটার ছিলেন প্রায় ৫.৪৫ মিলিয়ন। যেখানে মেয়র পদে লড়েছেন ১৩ জন প্রার্থী। এরমধ্যে উত্তরে ছয়জন এবং দক্ষিণে সাতজন প্রতিদ্বন্দ্বিতা করেন।
ডিএনসিসি নির্বাচনে মোট ৩৩৪ জন প্রার্থী ৭৩টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৫৪টি পদে ২৫১ জন কাউন্সিলর প্রার্থী এবং ১৮টি সংরক্ষিত আসনে ৭৭ জন নারী প্রার্থী রয়েছেন।
অন্যদিকে ডিএসসিসি নির্বাচনে ৪১৬ জন প্রার্থী ১০১টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন। ৭৫টি পদে ৩২৭ জন কাউন্সিলর প্রার্থী এবং ২৫টি সংরক্ষিত আসনে ৮২ জন নারী প্রার্থী রয়েছেন।