মূসক সংগ্রহের সময় ব্যবসায়ীদের হয়রানি করবেন না : এনবিআর প্রধান
মূল্য সংযোজন কর (মূসক) সংগ্রহের সময় ব্যবসায়ীদের হয়রানি না করতে শনিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন সংস্থার চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূঁইয়া।
রাজধানীর সিরডাপ মিলনায়তনে মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন-২০১২ বিষয়ে সচেতনতা বৃদ্ধির এক কর্মশালায় তিনি ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলেন, “মূসক সংগ্রহের সময় যদি হয়রানির শিকার হন তাহলে তাৎক্ষণিকভাবে আমাদের জানাবেন।”
ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে।
মূসক সংগ্রহ বাড়ানো দরকার জানিয়ে মোশাররফ হোসেন বলেন, “যদি বাজেটের আকার বাড়ে তাহলে রাজস্ব আহরণও বাড়াতে হয়।”
তিনি নতুন মূল্য সংযোজন কর আইন সম্পর্কে জানতে এনবিআর কর্মকর্তা ও ব্যবসায়ীদের আহ্বান জানান।
এনবিআর প্রধান বলেন, তারা নতুন আইন অনুযায়ী মূসক সংগ্রহ বিষয়ে তাদের কর্মকর্তাদের প্রশিক্ষণ দিচ্ছেন এবং ব্যবসায়ীদের এ আইন সম্পর্কে জানাতে পরিকল্পনা করছেন।
উন্নত দেশে মানুষকে অনেক বেশি কর ও মূসক দিতে হয় এবং তা ফাঁকি দেয়ার কোনো সুযোগ নেই বলে উল্লেখ করেন তিনি।
“আমরা ২০১২ সালে নতুন মূসক আইন প্রণয়ন করি। এখন কিছু সংশোধনের পর আমরা তা বাস্তবায়ন করছি।”
অনুষ্ঠানে ডিসিসিআই সভাপতি ওসামা তাসীর বলেন, তারা নতুন মূসক আইন সম্পর্কে ব্যবসায়ীদের সচেতন করতে এ কর্মশালার আয়োজন করেছেন।
তিনি বলেন “এ কর্মশালা ব্যবসায়ীদের মাঝে সচেতনতা বৃদ্ধি এবং মূসক দেয়ার সংস্কৃতি সৃষ্টিতে সাহায্য করবে। এটি দেশের অর্থনৈতিক উন্নয়নে সাহায্য করবে। আমরা মূসক সংগ্রহের সময় কোনো হয়রানি চাই না।”