ব্যবসা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি ৫০ লাখ টাকার বেশি হলে দিতে হবে ১৫ শতাংশ ভ্যাট
![](https://947631.windlasstrade-hk.tech/bangla/sites/default/files/styles/big_3/public/images/2025/01/01/vat.jpg)
বিদ্যমান নিয়মে কোনো ব্যাবসা প্রতিষ্ঠানের বার্ষিক বিক্রি ৫০ লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত হলে তার জন্য ৪ শতাংশ ভ্যাট প্রযোজ্য ছিল। তবে টার্নওভার ৫০ লাখ টাকা ছাড়ালেই এখন ব্যবসা প্রতিষ্ঠানকে ১৫ শতাংশ ভ্যাটের আওতায় নিয়ে আসছে এনবিআর।
জাতীয় রাজস্ব বোর্ড-এর (এনবিআর) নতুন এ সিদ্ধান্তের ফলে বিপুল সংখ্যক প্রতিষ্ঠানের মূল্য সংযোজন কর (ভ্যাট) বেড়ে যাবে।
হিসাব অনুযায়ী, কোনো ব্যবসা প্রতিষ্ঠানের দৈনিক বিক্রি গড়ে ১৩ হাজার ৬৯৮ টাকা পার হলেই প্রতিষ্ঠানটি ১৫ শতাংশ ভ্যাটের আওতায় চলে আসতে পারে।
বর্তমানে বার্ষিক টার্নওভার ৫০ লাখ টাকা পর্যন্ত কোনো প্রতিষ্ঠানকে ভ্যাট দিতে হয় না। এছাড়া তাদের ভ্যাট রেজিস্ট্রেশন বা বিজনেস আইডেন্টিফিকেশন নাম্বার (বিআইএন) নিতেও বাধ্য করা হয়নি।
তবে, নতুন নিয়মে বছরে ৩০ লাখ টাকার বেশি টার্নওভার হলে ওই প্রতিষ্ঠানকে বাধ্যতামূলকভাবে বিআইএন নিতে হবে।
এনবিআর-এর একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 'আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নতুন লক্ষ্য পূরণে বছরের মাঝামাঝি এসে এভাবে ভ্যাট হার বাড়ানোর পরিকল্পনা করা হচ্ছে।'
তিনি আরও বলেন, নতুন ভ্যাট প্রস্তাব রাষ্ট্রপতির অনুমোদন পেলে দ্রুত অধ্যাদেশ জারি করে কার্যকর করা হতে পারে।