যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হলেন বরিস জনসন
কনজারভেটিভ পার্টির নেতৃত্বের লড়াইয়ে পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্টকে হারিয়ে যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন লন্ডনের সাবেক মেয়র বরিক জনসন।
কনজারভেটিভ পার্টির সমর্থকদের দেয়া ভোটে হান্টের পাওয়া ৪৬ হাজার ৬৫৬ ভোটের বিপরীতে ৯২ হাজার ১৫৩ ভোট পেয়ে দলনেতা নির্বাচিত হন বরিক, খবর এএফপির।
আগামীকাল মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী টেরিজা মে’র স্থলাভিষিক্ত হবেন তিনি।
গত ২৪ মে ব্রেক্সিট নিয়ে ব্যর্থতার জেরে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী টেরিজা মে পদত্যাগের ঘোষণা দেয়ার পর ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপিদের মধ্যে নতুন দলনেতা হওয়ার লড়াই শুরু হয়। সে লড়াইয়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন বরিস জনসন।
২০১৬ সালের ২৩ জুন এক গণভোটের পর ইউরোপীয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসে যুক্তরাজ্য। ভোটে হেরে গিয়ে সেসময় পদত্যাগ করেন কনজারভেটিভ পার্টির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন। এরপর ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের প্রধানমন্ত্রীর দায়িত্বে আসেন টেরিজা মে।
ইউরোপের ২৮ টি দেশের সমন্বয়ে গড়া রাজনৈতিক ও অর্থনৈতিক জোট ইউরোপীয় ইউনিয়ন যুক্তরাজ্য কিভাবে আলাদা হবে, জোটভুক্ত অন্যদেশগুলোর সাথে সম্পর্ক কেমন হবে সে সম্পর্কে যে রূপরেখা টেরিজা মে তৈরি করেছিলেন তা যুক্তরাজ্যের পার্লামেন্টে পাশ করাতে পারেননি তিনি। এরপর নিজ দলের বিদ্রোহের মুখে গত ৭ জুন তিনি পদত্যাগের ঘোষণা দেন।
তার সরকারের মেয়াদ রয়েছে ২০২২ সাল পর্যন্ত। বুধবারের নির্বাচনের মধ্য দিয়ে এই মেয়াদ পর্যন্ত যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন বরিস জনসন।
দায়িত্বে বরিক জনসন কতটা সফল হবেন সেটা সময়ই বলে দেবে। আগামী ৩১ অক্টোবর থেকে ব্রেক্সিট কার্যকর হবে।