সরকারিভাবে স্যানিটারি প্যাড তৈরির দাবি
মাসিকের সময় নারীদের স্বাস্থ্য ঝুঁকি এড়াতে প্রচলিত ক্ষতিকর স্যানিটারি প্যাডের বিপরীতে সরকারিভাবে কটন প্যাড তৈরির দাবি উঠে এসেছে ঢাকার একটি আলোচনা অনুষ্ঠান থেকে।
শনিবার (২৭ জুলাই) জাতীয় প্রেস ক্লাবে নারীর স্বাস্থ্য সুরক্ষা ফোরাম এর আয়োজনে ‘সব নারীর জন্য স্যানিটারি প্যাড চাই’ শিরোনামে এ আলোচনা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে স্বাস্থ্য অধিকার কর্মী ডঃ লেলিন চৌধুরী বলেন, “আধুনিক প্রচলিত প্যাড সমুহে যেসব জেল, প্লাস্টিক ব্যবহার করা হয় তাতে ক্যান্সারের উপাদান রয়েছে। তাই সরকারিভাবে অর্গানিক কটন প্যাড তৈরি করতে হবে এবং প্যাড উৎপাদনকারী কোম্পানিকে এই ধরণের প্যাড উৎপাদন করতে আইন প্রণয়ন এবং প্রয়োগ করতে হবে।”
ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক বিদিশা হক বলেন, “স্বাস্থ্য খাত এবং সামাজিক সুরক্ষা খাত থেকে মাসিক স্বাস্থ্য ব্যবস্থাপনার জন্য সরকারের পক্ষ থেকে বাজেট বরাদ্দ রাখতে হবে।”
চা শ্রমিক অধিকারকর্মী খাইরুন আক্তার চা বাগানে কমিউনিটি ক্লিনিকের মাধ্যমে স্যানিটারি প্যাড বিতরণ করা এবং এই বিষয়ক সচেতনতা তৈরির দাবি জানান।
এর পাশাপাশি রেশন কার্ডে চাল, ডাল, আটা এরকম নিত্যপ্রয়োজনীয় পণ্যের পাশাপাশি স্যানিটারি প্যাড বিতরণের দাবিও তিনি করেন।
উন্নয়নকর্মী এবং মানবাধিকার কর্মী ফেরদৌস আরা রুমী বলেন, “সরকারি সহযোগিতায় বিভিন্ন প্রতিষ্ঠানে জেন্ডার সেনসেটাইজ প্রশিক্ষণের মাধ্যমে এই বিষয়ে ট্যাবু ভেঙে ফেলতে হবে এবং কমিউনিটিকে সাথে রেখে রাষ্ট্রীয়ভাবে প্যাড উৎপাদনে সচেষ্ট হতে হবে।”
আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আদিবাসী নারী অধিকারকর্মী ইলিরা দেওয়ান, অনন্যা পত্রিকার সহকারী সম্পাদক লাইলী বেগম প্রমুখ।