সাধারণ রোগীর মতো চিকিৎসা নিলেন প্রধানমন্ত্রী
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল থেকে একজন সাধারণ রোগীর মতোই চোখের চিকিৎসা নিয়েছেন।
প্রধানমন্ত্রী আজ সকাল ৮টায় এই হাসপাতালে যান এবং সাধারণ রোগীর মতো বহির্বিভাগ থেকে ১০ টাকা মূল্যমানের টিকেট কেটে চিকিৎসা গ্রহণ করেন। তাঁর প্রেস সচিব ইহসানুল করিম বাসসকে এ তথ্য জানান।
এর আগেও প্রধানমন্ত্রী এই হাসপাতাল থেকে অনুরূপভাবে চিকিৎসাসেবা গ্রহণ করেছিলেন বলে প্রেস সচিব জানান।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তাঁর চিকিৎসাসেবা গ্রহণকালীন হাসপাতালের কর্মকাণ্ড সম্পর্কে খোঁজখবর নেন এবং চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান।