সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন মোহাম্মদ আল-বশির
সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হয়েছেন মোহাম্মদ আল-বশির। আজ মঙ্গলবার টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ সিদ্ধান্ত জানান।
ভাষণে তিনি বলেন, আগামী বছরের ১লা মার্চ পর্যন্ত তিনি এ পদে দায়িত্ব পালন করবেন।
এর মধ্যদিয়ে প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর সিরিয়ার পরবর্তী সরকার গঠনের প্রক্রিয়া শুরু হলো। এর আগে বিদ্রোহীদের ১২ দিনের অভিযানে গত রোববার বাশার আল–আসাদ ক্ষমতাচ্যুত হন।
আল-বশিরের ইদলিব বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল–শামসের (এইচটিএস) সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে। তিনি ইদলিব প্রদেশের সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্টের প্রধান।