১৮ ঘণ্টা পার হয়ে গেলেও উত্তোলন হয়নি ট্রেনের বগি
১৮ ঘণ্টা পার হয়ে গেলেও উত্তোলন হয়নি ট্রেনের বগি। বুধবার (১০ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে রাজশাহীর চারঘাটে তেলবাহী ট্রেনের ৮টি বগি লাইনচ্যুত হয়। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে।
তবে এ ঘটনার সুষ্ঠু তদন্তে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সাময়িক বরখাস্ত করা হয়েছে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রকৌশল বিভাগের সহকারী নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদকে।
নাটোরের আবদুলপুর জংশনের স্টেশন ম্যানেজার আব্দুল করিম জানান, বুধবার সন্ধ্যায় তেলবাহী ট্রেনটি পাবনার ঈশ্বরদী থেকে রাজশাহীর দিকে আসছিলো। আসতেই সরদহ এলাকার ডাউন আউটার লাইন থেকে লাইনচ্যুত হয়ে পড়ে ট্রেনটির ৮টি বগি। এর ফলে রাজশাহীর সঙ্গে সারাদেশের সাথে রেল যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। বাতিল করা হয়েছে রাতের ও সকালের সব ট্রেন। সন্ধ্যা সোয়া সাতটার দিকে ঈশ্বরদী থেকে উদ্ধারকারী গাড়ি ঘটনাস্থলের দিকে যায়।
স্টেশন ম্যানেজার আবদুল করিম আরও বলেন, দুর্ঘটনার কারণে ঢাকা রাজশাহীগামী সিল্কসিটি ট্রেন আটকা পড়েছে। এই পরিস্থিতিতে রাজশাহী থেকে ঢাকাগামী ধূমকেতু এক্সপ্রেসের যাত্রা বাতিল করা হতে পারে।
বিভাগীয় স্টেশন ম্যানেজার মিজানুর রহমান বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য রাতে উদ্ধারকাজে বিলম্ব হয়েছে। বগিগুলো খুবই খারাপভাবে লাইনচ্যুত হয়েছে।
এখন পর্যন্ত পাঁচটি বগি উত্তোলন করা সম্ভব হয়েছে। বেলা ২ টা নাগাদ বাকিগুলো উত্তোলন করা সম্ভব হবে বলে জানান তিনি।