২১ শে আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহতা নিয়ে স্থাপনা শিল্প
২১ শে আগস্ট গ্রেনেড হামলার ভয়াবহতা নিয়ে গতকাল বুধবার (২১ শে আগস্ট) অনুষ্ঠিত হয় ‘মুক্তিযুদ্ধের চেতনা বিনাশী ধ্বংসযজ্ঞ’ শীর্ষক স্থাপনা শিল্প প্রদর্শনী।
সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে এই প্রদর্শনীর আয়োজন করা হয়।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী’র পরিকল্পনায় ৫১ জন শিল্পীর অংশগ্রহনে স্থাপনা শিল্পের কিউরেটর হিসেবেে দায়ত্বি পালন করেন শিল্পী ও অধ্যাপক শাহ্জাহান আহমদে বিকাশ।
২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলায় আওয়ালী লীগ নেত্রী আইভি রহমানসহ ২৪ জন নিহত এবং ৫শ’ নেতা-কর্মী আহত হন।
এই অপচষ্টোর মধ্য দিয়ে একটি দৃষ্টিভঙ্গি, একটি স্বপ্ন ও বিশ্বাসকে হত্যা করবার প্রয়াস চালানো হয়, যা আমাদের স্তম্ভিত করেছিল। এই শোককে শক্তিতে পরিণত করার প্রয়াসে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান আয়োজকরা।
স্থাপনাশিল্প প্রদর্শনীটিতে তুলে ধরা হয়েছে-
ভর্য়াত চোখ: শিল্পী শাহ্জাহান আহমদে বিকাশ একটি বড় ক্যানভাসে একটি আতঙ্কিত চোখ আঁকতে থাকেন, পুরো প্রক্রিয়াটি বড় প্রজেক্টরে সরাসরি দেখানো হয় দর্শকদের। অন্যপাশে হ্যান্ড গ্রেনেড এর মুখোশধারী ২১ জন তরুণ শিল্পী ৭০ ফিট কালো ক্যানভাসে আতঙ্কিত চোখ আঁকে। তারপর চোখগুলোকে রাঙ্গিয়ে দেয় রক্তাক্ত লাল রঙে।
এর পরপরই মঞ্চের চারপাশে গ্রেনেড বিস্ফোরণের শব্দ হয়, ধোঁয়ায় পুরো প্রর্দশনস্থল ভরে ওঠে। দর্শকদের কিছুক্ষণের জন্য হলেও ২১ আগস্টের ঐ মুহূর্তের আতঙ্কের অনুভূতি দেয়।
আতঙ্ক: এরপরই প্রজেক্টরের পর্দায় ২১শে আগস্টের গ্রেনেড হামলার ভয়াবহ ২১ টি স্থিরচিত্রের প্রদর্শন করা হয়।
পারর্ফমন্সে র্আট: ২১ শে আগষ্টের সেই গ্রেনেড হামলার ভয়ানক মুর্হুতটি নন্দন মঞ্চে পারফরমন্সে আর্ট এর মাধ্যমে ২১ জন শিল্পী প্রদর্শন করেন। মঞ্চের চারপাশে চৌবাচ্চার পানি ধীরে ধীরে লাল রক্ত বর্ণে পরিণত হয়।
এরপর ১০ ফুট আয়তনের ক্যানভাসে শেখ হাসিনার প্রতিকৃতি আঁকা হয়। দর্শকদের সামনে সরাসরি অঙ্কিত হয় প্রতিকৃতিটি। চিত্রকর্ম সমাপ্ত হবার পর স্পট লাইট দিয়ে দর্শক সম্মুখে চিত্রর্কমটি উন্মোচন করা হয় এবং ২১ শে আগস্ট ঘটনাস্থলে উপস্থিত থাকা একজন রাজনৈতিক ব্যক্তিত্বের বক্তব্য অডিওতে শোনা যায়।
প্রদর্শনীটির আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী কে এম খালদি এমপি, বাংলাদশে শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী এর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন একাডেমির সচিব বদরুল আনম ভূঁইয়া। তারপর অনুভূতি ব্যক্ত করেন শিল্পী অধ্যাপক শাহজাহান আহমদে বিকাশ।