‘কার্যকর পদক্ষেপ’ এর আশ্বাস দিয়ে ঢাবি শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান ডাকসুর
অধিভুক্ত সরকারি সাত কলেজ বাতিলের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের চলমান আন্দোলনে সমর্থন জানিয়ে ‘কার্যকর পদক্ষেপ’ এর আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের ক্লাসে ফেরার আহ্বান জানিয়েছে ডাকসুর নেতারা।
সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ভিপি নুরুল হক নূর ও জিএস গোলাম রাব্বানী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
নির্বাচিত ছাত্র প্রতিনিধি হিসেবে শিক্ষার্থীদের চলমান আন্দোলনে ডাকসু পূর্ণ সমর্থন জ্ঞাপন করছে উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডঃ মোঃ আখতারুজ্জামান দেশের বাইরে থাকায় এই মুহূর্তে অধিভুক্ত সরকারি সাত কলেজ নিয়ে কোন কার্যকর ও ফলপ্রসু সিদ্ধান্ত নেওয়া সম্ভব হচ্ছে না।
“উপাচার্য মহোদয় আগামীকাল দেশে ফিরে আসলে উদ্ভুত সমস্যার সমাধানে ডাকসু বিশ্ববিদ্যালয় প্রশাসন ও শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আলোচনা করে কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে।”
বিজ্ঞপ্তিতে বলা হয়, ডাকসু শিক্ষার্থীদের অধিকার আদায়ে সর্বদা সোচ্চার রয়েছে।
শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার রাখার স্বার্থে শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার আহ্বান জানানো হয় বিজ্ঞপ্তিতে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সরকারি সাতটি কলেজের অধিভুক্তি বাতিলের দাবিতে সোমবার টানা দ্বিতীয় দিনের মতো বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা লাগিয়ে দিয়েছিল শিক্ষার্থীরা।
দিনভর বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার বিল্ডিং, কলাভবন, ব্যবসায় অনুষদ, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট, মোকাররম ভবন, কার্জন হল ও সমাজ বিজ্ঞান অনুষদের প্রধান ফটকে তালা ঝুলছে।
প্রধান প্রধান ফটকগুলোতে তালা লাগানো থাকায় অনুষ্ঠিত হয়নি কোন ক্লাস-পরীক্ষাসহ একাডেমিক কার্যক্রম।
আন্দোলনত বিশ্ববিদ্যালয়ের একাধিক শিক্ষার্থী জানিয়েছেন, তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে।
এর আগে রবিবারও ক্লাস-পরীক্ষা বর্জন করে বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান ফটকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। তার আগে টানা দু’দিন শাহবাগ মোড় অবরোধ করেও বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
২০১৭ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে থাকা রাজধানীর সাতটি সরকারি কলেজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত হয়। এর ফলে এসব কলেজে ভর্তি পরীক্ষা, পাঠ্যসূচি ও পরীক্ষা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকেই পরিচালিত হচ্ছে।
অধিভুক্ত ওই সাত কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।