সমুদ্র সৈকতে বসন্ত উৎসবে মেতেছে মালয়েশিয়া প্রবাসীরা
মালয়েশিয়ায় বসন্ত উৎসবে মেতেছিলো বাংলাদেশি প্রবাসীরা। হলদে বরণ সাজ আর স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে প্রবাসে ভেসে উঠেছে এক টুকরো বাংলাদেশ। এ যেন বিশ্বকবির 'আজি দখিন-দুয়ার খোলা, এসো হে, এসো হে, এসো হে আমার বসন্ত এসো' আহ্বান।
গত ১২ ফেব্রুয়ারি শনিবার কুয়ালালামপুরের অদূরে পোর্ট ডিকসন সমুদ্র সৈকতে এই আড্ডা জমে। সমুদ্রের বাতাসেও যেন লেগেছিলো বাংলাদেশের ফাগুন হাওয়া। মহিলাদের হলুদ শাড়ির সঙ্গে তাল মিলিয়ে পুরুষেরাও পরেছিলেন হলুদ রাঙা পাঞ্জাবী। নানা বাহারি পসরায় দেশকে খুঁজে পাবার এক পরম সুখ যেন ছিলো এ উৎসবে।
এ উৎসবে পোশাকে সজ্জিত হয়ে একে অপরের সঙ্গে আনন্দ বিনিময়ের পাশাপাশি দেশীয় খাবার পরিবেশন করা হয়। শিশু-কিশোর ও বড়দের জন্য ছিল ভিন্ন ভিন্ন আয়োজন। পোর্ট ডিকসন সমুদ্র সৈকতে হাজারও স্থানীয়দের সামনে গাওয়া হয়েছে আবহমান বাংলার সঙ্গীত। প্রবাসী নতুন প্রজন্ম ও স্থানীয়দের মাঝে বাংলাদেশি সংস্কৃতি তুলে ধরাই ছিল আয়োজকদের মূল উদ্দেশ্য।