চেয়েছিলেন মালয়েশিয়া যেতে, ফ্লাইট বাতিলের পর বাড়ি ফেরার পথে যা হলো...
বসতবাড়ির পাশে দেড় শতাংশ জায়গা বিক্রি করে ছেলের বিদেশ যাওয়ার জন্য সাড়ে ছয়লাখ টাকা জোগাড় করেছিলেন মেরাজ মোল্লা। কথা ছিল শুক্রবার (৩১ মে) ভোর ৪টায় মালয়েশিয়াগামী ফ্লাইটে উঠবেন ছেলে তানভীর মোল্লা (২০)। কিন্তু ঢাকায় যাওয়ার পর দালাল জানায় তার ফ্লাইট পরের সপ্তাহে।
তাই বাবার সঙ্গে ট্রেনে করে বাড়ি ফিরে আসছিলেন তানভীর। কিন্তু পথিমধ্যে ট্রেনটি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় সেতু অতিক্রমের সময় ট্রেনের দরজা থেকে ছিটকে নদীতে পড়ে যান তিনি।
ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত তার খোঁজ মেলেনি। তানভীর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দেবগ্রাম এলাকার বাসিন্দা।
নিখোঁজের স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, দুই ভাই-বোনের মধ্যে ছোট তানভীর। বাবা মেরাজ মোল্লা একজন মুদি দোকানি। স্থানীয় দালাল আলমগীরের মাধ্যমে মালয়েশিয়ায় যাওয়ার জন্য গত বৃহস্পতিবার বাবার সঙ্গে ঢাকায় যান তানভীর।
পরদিন শুক্রবার ভোর ৪টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তার ফ্লাইট ছিল। কিন্তু ওইদিন বিমানবন্দরে যাওয়ার আগেই আলমগীর জানায়, তার ফ্লাইটটি বাতিল করে ৭ জুন দেওয়া হয়েছে।
ফ্লাইটের সময় পরিবর্তন হওয়ায় শুক্রবার বিকেলে ঢাকা থেকে নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনে করে গ্রামের বাড়ি ফিরছিলেন বাবা ও ছেলে। তারা দুইজনেই ট্রেনটির 'চ' বগিতে ছিলেন।
বিকেল সাড়ে ৫টার দিকে ট্রেনটি ভৈরব নজরুল ইসলাম সেতু অতিক্রমের সময় ট্রেনের দরজা থেকে মেঘনা নদীতে ছিটকে পড়েন তানভীর। এরপর থেকে তার কোনো খোঁজ মিলছে না।
ঘটনার খবর পেয়ে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিসের ডুবুরিদল নদীতে উদ্ধার অভিযান চালায়। তবে ঘটনার ২৪ ঘণ্টারও বেশি সময় পেরিয়ে গেলেও তানভীরের কোনো খোঁজ মেলেনি।
সন্তানকে জীবিত ফেরত পাওয়া নিয়ে উদ্বেগ-উৎকণ্ঠা কাজ করছে বাবা মেরাজ মোল্লার মনে। তিনি বলেন, ট্রেনের ভেতরে যাত্রীদের ভিড় ও গরম এড়াতে তানভীর তার আসন ছেড়ে দরজার সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন। এরপর ট্রেনটি সেতু অতিক্রম করার সময় ছিটকে নদীতে পড়ে যান তিনি।
ভৈরব নৌ পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. মনিরুজ্জামান জানান, দুর্ঘটনার পর থেকে নদীতে ডুবুরিদল যৌথ উদ্ধার অভিযান পরিচালনা করছেন। তবে শনিবার বিকেল পর্যন্ত তানভীরের সন্ধান পাওয়া যায়নি।
'হয়তো স্রোতের তোড়ে অন্যত্র ভেসে গেছে। যেহেতু ঘটনার ২৪ ঘণ্টা পেরিয়ে গেছে, তাই তাকে জীবিত উদ্ধারের সম্ভাবনাও কম। তবে আগামীকাল আবারও নদীতে উদ্ধার অভিযান চালানো হবে,' বলেন তিনি।