আম্বানি পরিবারে নতুন সদস্য?
রাধিকা মার্চেন্ট। এশিয়ার শীর্ষ ধনী মুকেশ আম্বানির ছোট ছেলে অনন্ত আম্বানির প্রেমিকা তিনি। দিন-রাত প্রাচুর্য ঘিরে রাখে তাকে। তবু 'সাধারণ' জীবনযাপন ও নিজস্ব স্টাইলের কারণে আলোচিত হয়ে উঠেছেন রাধিকা।
ইতিমধ্যে আম্বানি পরিবারের সদস্য হয়ে গেছেন রাধিকা মার্চেন্ট। আম্বানি পরিবারের সবচেয়ে শান্ত ও চুপচাপ সদস্য তিনি। তবে অনন্ত আম্বানির মা নিতা ও বোন ইশা আম্বানির সঙ্গে তার খুব ঘনিষ্ঠ সম্পর্ক।
২০১৮ সালে ইশার বিয়ের সংগীত অনুষ্ঠানে মূল দায়িত্ব পালন করেছেন রাধিকা। আম্বানিদের পারিবারিক অনুষ্ঠানের ফাঁস হওয়া ছবিতে রাধিকাকে হবু শ্বশুরবাড়ির সবার সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে মিশতে দেখা গেছে।
ইন্ডিয়া টুডে জানিয়েছে, প্রেম শুরুর আগে দীর্ঘদিন বন্ধু ছিলেন অনন্ত-রাধিকা। ২০১৮ সালে এই যুগলের একটি ছবি ফাঁস হওয়ার পর তাদের প্রেম নিয়ে গুঞ্জন ওঠে।
এমনও গুঞ্জন আছে যে, অনন্ত ও রাধিকা ২০১৯ সালে গোপনে বাগদান সেরে ফেলেছেন। যদিও পারিবারিকভাবে এ বিষয়ে কিছুই জানানো হয়নি। কিছু সংবাদমাধ্যমে তো রাধিকাকে অনন্তের স্ত্রী হিসেবেও পরিচয় করিয়ে দেওয়া হয়। তবে সে সম্ভাবনা কম। কারণ আম্বানি পরিবার যেকোনো বিয়েই জাঁকজমকের সঙ্গে আয়োজন করে থাকে।
রাধিকা মার্চেন্ট সাদাসিধে জীবনযাপন পছন্দ করেন। প্রায়ই দেখা যায়, তিনি নিজে কফি কিনতে যাচ্ছেন, সাধারণ জায়গায় খেতে যাচ্ছেন। সাদাসিধে জিন্স ও টি-শার্ট পরে মেকআপ ছাড়া বাইরে বের হওয়ার জন্যও ব্যাপক প্রশংসিত রাধিকা।
রাধিকার বাবা বীরেন মার্চেন্টও সুপরিচিত ব্যবসায়ী। ফার্মাসিউটিক্যাল গ্রুপ এনকোর হেলথ কেয়ারের প্রধান নির্বাহী তিনি। সংস্থাটি বিশ্বের নানা বহুজাতিক কোম্পানির জন্য ওষুধ উৎপাদন করে। জানা গেছে, বীরেন মার্চেন্ট ও মুকেশ আম্বানি ভালো বন্ধু। আম্বানিদের পারিবারিক অনুষ্ঠানে তাকে নিয়মিত দেখা যায়।
রাধিকা মার্চেন্ট পড়াশোনা করেছেন নিউইয়র্ক বিশ্ববিদ্যালয়ে, রাজনীতি ও অর্থনীতি নিয়ে। পড়াশোনা শেষে দেশে ফিরে তিনি একটি রিয়েল এস্টেট ফার্মে সেলস এক্সিকিউটিভ হিসেবে যোগ দেন।
রাধিকা ট্রেকিং করতে পছন্দ করেন। শান্ত, নির্জন জায়গায় ছুটি কাটানোও তার পছন্দের।
২০২০ সালে মুকেশের জন্মদিনের অনুষ্ঠানের একটি ভিডিও ভাইরাল হয়। তাতে দেখা যায়, মুকেশকে কেক খাইয়ে দিচ্ছেন রাধিকা। ভিডিওতে আরও দেখা যায়, মুকেশই নিজে থেকে এগিয়ে গিয়ে রাধিকাকে আলিঙ্গন করছেন। এই ভিডিও ফাঁস হওয়ার পরই অনন্তের সঙ্গে রাধিকার সম্পর্কের ব্যাপারে নিশ্চিত হয়ে যায় সবাই।
- সূত্র- সাউথ চায়না মর্নিং পোস্ট