করোনাভাইরাসের ম্যুরাল, পৃথিবীজুড়ে
মাস্ক পরে কাজে ব্যস্ত ছয় সম্মুখ সারির যোদ্ধা- এমন একটি ম্যুরাল ভারতের নয়াদিল্লির এক আবর্জনার স্তূপের পাশের দেয়ালে ফুটে রয়েছে। তাদের একজনের পরনে সার্জিক্যাল গাউন। তার মুখে হাসি। দুই আঙুল তুলে শান্তির সর্বজনীন ইঙ্গিত দেখাচ্ছেন। বাকি পাঁচজনের প্রত্যেকের মুখেই মাস্ক; ভিন্ন ভিন্ন আইটেম জানান দিচ্ছে তাদের কর্মপরিচয়: একটি নির্মাণশ্রমিকের হেলমেট, একটি প্লাস্টিকের হুড, একটি বেরেট।
কোভিড-১৯-এর সংক্রমণ ঠেকাতে শহরের অপরিহার্য শ্রমিকদের প্রতি শ্রদ্ধা জানাতেই এই ম্যুরাল।
মহামারিটি যখন আমাদের অভ্যস্ত জীবন থমকে দিয়েছে, কোভিড-১৯ থিম নিয়ে স্ট্রিট আর্টিস্টরা কাজ করবেন, এতে অবাক হওয়ার কিছু নেই।
মেক্সিকোর সৈকত ঘেঁষা শহর আকাপুলকো থেকে শুরু করে কেনিয়ার রাজধানী নাইরোবি, পৃথিবীর নানা প্রান্তেই স্বাস্থ্যকর্মী ও সম্মুখযোদ্ধাদের সুপারহিরোর মর্যাদা দিয়ে স্ট্রিট আর্টিস্টরা এঁকেছেন ও আঁকছেন চমৎকার কিছু ম্যুরাল।
মেক্সিকো সিটিতে শহুরে শিল্পী হুলিও আফেরা সম্প্রতি কিংবদন্তি পেইন্টার ফিদা কাহলোর মুখে মাস্ক পরা একটি ম্যুরাল প্রকাশ করেছেন। জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যমতে, কোভিড-১৯-এ রোববার দেশে চতুর্থ সর্বোচ্চ মৃত্যু দেখেছে মেক্সিকো।
এদিকে ব্রাজিলের রাজধানী রিও ডি জেনেইরোর এক ম্যুরালে দেখা যায়, করোনাভাইরাসের জীবাণুর মাঝখানে পড়ে মুখে মাস্ক পরে রয়েছেন প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। এই নেতা শুরু থেকেই জনসমক্ষে মাস্ক পরতে অস্বীকার করছিলেন এবং ভাইরাসটিকে খুব একটা গুরুত্ব না দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ঘটনাচক্রে যুক্তরাষ্ট্রের পর ব্রাজিলেই করোনায় আক্রান্তের সংখ্যা দুনিয়ায় দ্বিতীয় সর্বোচ্চ এবং প্রেসিডেন্ট নিজেও আক্রান্ত হয়েছিলেন।
প্রিয় পাঠক, করোনাভাইরাস ঘিরে পৃথিবীর নানা প্রান্তের কিছু ম্যুরালে চোখ রাখা যাক:
- সূত্র: দ্য ন্যাশনাল, সংযুক্ত আরব আমিরাত