কেক যখন বাড়ি-গাড়ির চাইতেও দামি!
মুখরোচক খাবারের তালিকায় কেকের নাম থাকবে প্রথম সারিতে। ছেলেবুড়ো থেকে আরম্ভ করে সবারই পছন্দের খাবার কেক। বাজেট ও স্বাদের কথা মাথায় রেখে কেকের মধ্যেও বৈচিত্র্যের অভাব নেই। কিন্তু এমন কেকও আছে, যার দাম আপনার কল্পনার বাইরে। এমনকি ওই একখানা কেকের দামে আপনি বাড়ি-গাড়িও কিনে ফেলতে পারবেন!
আজ জানাব বিশ্বের সবচেয়ে দামি কিছু কেকের কথা, বাজেটে মিললে হয়তো সেগুলো আপনার উইশলিস্টেও থাকতে পারে!
১. ৭৫ মিলিয়ন ডলারের 'রানওয়ে কেক'
সংযুক্ত আরব আমিরাতে তৈরি এই কেকটির প্রস্তুতকারক শুধু চেয়েছিলেন নিজের মেয়ের জন্মদিনে একটু ভিন্নধর্মী কিছু বানাতে। কিন্তু কেকের জগতের সব রেকর্ড ভেঙে দিয়ে শীর্ষে জায়গা করে নিয়েছে এটি। বাংলাদেশি মুদ্রায় এই কেকের দাম ৬৪৩ কোটি ৪৯ লাখ ৬২ হাজার টাকা!
ছয় ফুট লম্বা কেকটি বানিয়েছেন সেলিব্রেটি ডিজাইনার ডেবি উইংহাম। একটি ফ্যাশন রানওয়ের আদলে তৈরি এই কেকে ব্যবহার করা হয়েছে এডিবল মডেল, তাদের গায়েও আবার জড়ানো হয়েছে আকর্ষণীয় পোশাক ও অনুষঙ্গ। সাদা, গোলাপি, হলুদ ও কালো মিলিয়ে মোট ৪ হাজার হীরা ব্যবহৃত হয়েছে কেকটিতে। রানওয়ে কেকের আকাশচুম্বী দামের কারণ হয়তো এখন পাঠকের কাছে পরিষ্কার!
২. ৩৫ মিলিয়ন ডলারের 'পাইরেটস ফ্যান্টাসি' কেক
২০১২ সালের সবচেয়ে দামি কেকের রেকর্ড গড়েছিল এটি। সবচেয়ে দামি কেকের তালিকায় এখনো সেরা তিনের মধ্যেই আছে ৩০০ কোটি ২৯ লাখ টাকার মূল্যের এই কেক। রাঁধুনি দিমুথু কুমারাসিংহ কেকটি বানিয়েছেন একটি পাইরেটস জাহাজের আদলে, যার মধ্যে ঝলমল করছে অত্যন্ত মূল্যবান কিছু পাথর।
ব্রোচ, আংটি ও নেকলেসের মত সুন্দর সব গয়না দিয়ে সাজানো হয়েছে এই কেক। এর মধ্যে আছে মোট ১০ টি লেয়ার, প্রতিটি লেয়ারের স্বাদ আবার আলাদা। কুমড়া, জুকিনি, নারকেলের মতো আলাদা আলাদা ফ্লেভার যোগ করা হয়েছে এর মধ্যে।
৩. ৩০ মিলিয়ন ডলারের 'ডায়মন্ড গালা' কেক
সোশ্যাল লাইফ ম্যাগাজিনের ডেবোরাহ রোজ তার একটি বিলাসবহুল ইভেন্টের জন্য এই কেকটি বানাতে খরচ করেছেন ২৫৭ কোটি ৪০ লাখ টাকা!
রিয়েলিটি বেকিং শো 'কেক বস' ডেবোরাহর জন্য 'ডায়মন্ড গালা' কেকটি বানানোর দায়িত্ব দেওয়া হয়।
'কেক বস'-এর প্রধান, বাডি ভ্যালাস্ত্রো ও তার দলের সদস্যরা মিলে কেকটি তৈরি করেন, যার মধ্যে রয়েছে চোখ ধাঁধানো সব হীরা, রুবি, পান্না ও নীলকান্তমণি।