কোভিড না ফ্লু: কীভাবে বুঝবেন, কী করবেন?
এবারের ফ্লু মৌসুমটা বেশ জটিল হবে, এই মর্মে ইতোমধ্যেই সবাইকে সতর্ক করে দিয়েছেন সারা বিশ্বের ডাক্তাররা। অসুস্থতার লক্ষণগুলো ফ্লু, কোভিড-১৯ না অন্য কোনো রোগের সেটা বের করতেই হয়তো অনেক বেগ পেতে হবে আপনাকে।
জ্বর, দুর্বলতা, গায়ে ব্যথা; ফ্লু এবং কোভিড উভয় রোগের ক্ষেত্রেই এ লক্ষণগুলো দেখা যেতে পারে। টিকা নেওয়া ব্যক্তিদের বেলায় কোভিডের লক্ষণ আরও মৃদু হয়ে যেতে পারে, লক্ষণ শুধু সীমিত থাকতে পারে সর্দি ও হাঁচি-কাশির মধ্যে। এক্ষেত্রে এই রোগকে আলাদা করাটা আরও জটিল হয়ে যায়।
বিশেষজ্ঞ ডাক্তারদের বরাত দিয়ে ফ্লু ও করোনা সংক্রান্ত জটিলতা নিয়ে মানুষের জিজ্ঞেস করা সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর জবাব দিয়েছে ওয়াল স্ট্রিট জার্নাল-
ইনফ্লুয়েঞ্জা এবং কোভিড উভয়ের জন্যই পরীক্ষা করানো উচিত?
লক্ষণ দেখা দিলে উভয় রোগের জন্যই পরীক্ষা করানোর উপদেশ দিয়ে থাকেন ডাক্তাররা। পিসিআর টেস্ট এখনো করোনা শনাক্তকরণে সবচেয়ে সংবেদনশীল এবং নির্ভুল পদ্ধতি। তবে, লক্ষণ দেখা যাচ্ছে এমন ব্যক্তিদের বেলায় অ্যান্টিজেন টেস্টও বেশ বিশ্বাসযোগ্য। র্যাপিড অ্যান্টিজেন টেস্টের মাধ্যমে আপনি ১৫ মিনিটের মধ্যেই ফলাফল জানতে পারবেন।
র্যাপিড টেস্টে ফলাফল নেগেটিভ আসার পরও যদি আপনি লক্ষণ অনুভব করতে থাকেন, তাহলে আপনার পিসিআর পরীক্ষা করানো উচিত। এরপর, ফ্লু সহ অন্যান্য অসুস্থতার জন্যও পরীক্ষা করাতে পারেন আপনি।
স্থানীয় স্বাস্থ্য ডাটা দেখে কি আপনি লক্ষণগুলো থেকে কোনো উপসংহারে যেতে পারেন?
করোনার লক্ষণ স্থান ও ধরণ ভেদে পরিবর্তিত হতে পারে। স্থানীয় স্বাস্থ্য বিভাগ সাধারণত চিকিৎসা প্রদানকারীদের সাহায্য করার জন্য বিভিন্ন অসুস্থতার তথ্য জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেয়।
স্থানীয় পরিসংখ্যানের মাধ্যমে কখন আপনার এলাকায় করোনা বা ফ্লুতে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে, আরএসভির মতো অন্যান্য ভাইরাস এ বছর স্বাভাবিক সময়ের চেয়ে আগে আবির্ভূত হয়েছে কি না, এসব তথ্য সম্বন্ধে অবগত হতে পারেন আপনি। ডাক্তাররা বলছেন, আপনার অঞ্চলে কোনো নির্দিষ্ট অসুস্থতা বড় আকারে ছড়িয়ে পরলে আপনার তার সংস্পর্শে আসার সম্ভাবনা বেশি।
একই সঙ্গে একাধিক ভাইরাসে সংক্রমিত হওয়া কি সম্ভব?
হ্যাঁ, একই সাথে এরকম একাধিক ভাইরাসে সংক্রমিত হতে পারেন আপনি, যদিও একসঙ্গে একাধিক সংক্রমণের দৃষ্টান্ত বিরল।
বাচ্চাদের একাধিক ভাইরাসে সংক্রমিত হওয়ার সম্ভাবনা সাধারণত বেশি থাকে। আরএসভি এবং অ্যাডেনোভাইরাস প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুদের দেহে আরও গুরুতর রোগ সৃষ্টি করতে পারে।
কোভিড এবং ফ্লু, উভয়ের জন্যই কি টিকা নেওয়া উচিত?
হ্যাঁ। বিশ্বের অনেক দেশে একই সঙ্গে ফ্লু ও কোভিডের টিকা নেওয়ার ব্যবস্থা রয়েছে। একসঙ্গে নেওয়ার ব্যবস্থা না থাকলেও, বিশ্বের প্রায় সব রাষ্ট্রেই এখন ফ্লুয়ের মতো কোভিডের টিকাও জনসাধারণের নাগালের মধ্যে এসে পড়েছে।
- সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল।