চাচা মিয়ার হাড়ির রস, খেয়ে গেল বাংলার পাখি!
খেজুরের রসের সঙ্গে বাঙালির যোগাযোগ অনেক পুরাতন। শীতে খেজুরের রস পান করতে যেমন আমাদের আগ্রহের কমতি নেই, তেমনি নিপা ভাইরাসসহ অনান্য ভাইরাস থেকে বাঁচতে এই রসকে নিরাপদ রাখার জন্যও মানুষের প্রস্তুতি কম থাকে না।
কিন্তু চাইলেই কি মানুষ এ রস শুধু একা ভোগ করতে পারে? মাঝে মধ্যে শত সতর্কতার মাঝেও ভাগ বসায় বনের পাখি।
পাখিদের খেজুরের রস আস্বাদনের ছবি শরীয়তপুরের আটপাড়া গ্রাম থেকে তুলেছেন সৈয়দ আব্বাছ। তিনি ওয়াইল্ডলাইফ ও প্রকৃতির ছবি তুলতে পছন্দ করেন।
পাখির ডানা থেকে পাহাড়, ঝর্ণা, সাগরসহ বাংলাদেশের পর্যটন স্থানগুলো, একইসঙ্গে পাখি, প্রজাপতি, বন্যপ্রাণী ও পরিবেশ নিয়ে সচেতনতামূলক টি-শার্ট তৈরির ইচ্ছে রয়েছে তার।
চলুন, দেখা যাক সৈয়দ আব্বাছের তোলা ছবিগুলো: