ছবির গল্প: আবহমান বাংলা
আবহমান বাঙালির সংস্কৃতিতে মিশে যাওয়া বাংলার প্রাকৃতিক অপরূপ সৌন্দর্যের লীলা বাঙালিকে করেছে বৈচিত্র্যময় সংস্কৃতির ধারক ও বাহক।
দিগন্ত মিশে যাওয়া বাংলার অপার সৌন্দর্য এবং প্রকৃতিতে বিচরণ করা বিভিন্ন পশুপাখির সঙ্গে সখ্যতা বাঙালিকে করেছে প্রকৃতিপ্রেমী।
প্রকৃতির সঙ্গে বাঙালির অকৃত্রিম মেলবন্ধন বাংলার পথে-প্রান্তরে একটু চোখ বুলালেই দেখা মেলে।
তেমনই কিছু অপরূপ দৃষ্টিনন্দন মুহূর্ত সময়-সুতোর গাথুনিতে ক্যামেরাবন্দি করেছেন তরুণ আলোকচিত্রী প্লাবন আমিন।
তার গ্রামের বাড়ি বগুড়া জেলায়। তবে পড়াশোনার জন্য বর্তমান অবস্থান ঢাকায়।
প্রকৌশল বিদ্যায় পড়াশোনা করা তরুণ এই আলোকচিত্রীর বেশ কিছু ছবি দেশ-বিদেশের বিভিন্ন বিখ্যাত গণমাধ্যমে নিয়মিত প্রকাশ পাচ্ছে। দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন আলোকচিত্র প্রতিযোগিতায় তিনি নিয়মিত অংশ নিচ্ছেন।
সম্প্রতি তার তোলা 'করোনা মহামারির ছবি গল্প' প্রকাশ পায় বাংলাদেশ ফটোগ্রাফিক সোসাইটির 'ফটোগ্রাফি' নিউজ লেটারে।
চলুন, দেখা যাক তার তোলা কিছু ছবি: