ছবির গল্প: আমেরিকান স্বপ্ন, যার যেমন...
নিজের নতুন বই 'আমেরিকান ড্রিমস'-এ কানাডিয়ান ফটোগ্রাফার ইয়ান ব্রাউন ১৭০ আমেরিকানের ছবি ও হাতের লেখা বিবৃতি অন্তর্ভুক্ত করেছেন। সেই বিবৃতিতে তারা জানিয়েছেন, তাদের নিজের কাছে 'আমেরিকান স্বপ্নে'র অর্থ বা তাৎপর্য কী।
যুক্তরাষ্ট্রের ৫০টি রাজ্যে এক যুগেরও বেশিকাল ঘুরে এইসব ছবি তুলেছেন ও কথামালা সংগ্রহ করেছেন ইয়ান, যেখানে যেমন আছে আশাবাদ, আবার রয়েছে ক্ষোভ ও বেদনা।
'প্রত্যেকেরই শোনানোর মতো একটি গুরুত্বপূর্ণ কণ্ঠ ও গল্প রয়েছে,' এই ভাবনা থেকেই প্রকল্পটি হাজির করেছেন ইয়ান।
চলুন, তাদের কয়েকজনের 'স্বপ্নে'র খোঁজ জানা যাক:
লিসা
'আমার পূর্বপুরুষরা আমেরিকায় এসেছিলেন শেকলবন্দী হয়ে। দাসপ্রথা বিলুপ্ত করা হলে, আমাদের থ্রি-ফিফথ হিসেবে গণ্য করে, একটি নিকৃষ্ট সামাজিক মর্যাদায় আলাদা রাখা হয়েছিল। বিশ্বাসে ভরসা রেখে যারা এতদূর পাড়ি দিয়েছেন, সেই মানুষদের মতোই স্বপ্ন দেখি আমি। এমন এক আমেরিকার স্বপ্ন দেখি, যেটি নিজের সেই বিবৃতিকে সত্যিকার অর্থেই ধারণ করবে: সব মানুষ একই মর্যাদায় সৃষ্ট; তারা তাদের স্রষ্টার কাছ থেকে জন্মসূত্রেই সেই সুনির্দিষ্ট অপরিবর্তনীয় দৃষ্টিশক্তি পেয়ে এসেছে, যেটি তাদের জীবন, স্বাধীনতা ও সুখ-অন্বেষণের পথ দেখায়।'
অ্যাভেন্তে [ছবিতে কাজিনদের সঙ্গে]
'আমার আমেরিকান স্বপ্ন হলো সবার জন্য নিরাপদ একটা জায়গা। গরিব, অভাবী, অসুস্থ, অসহায়... সবার জন্যই। রাতের বেলা রাস্তায় কিংবা বাসার নিচে হাঁটার সময় কোনো ধরনের বিপদের ভয় থাকবে না। এ এমন এক অভয়ারণ্য, যেখানে সবাই অন্তত কাজে যেতে, নিজেদের পরিবারের মুখে খাবার জোগাতে, এবং শান্তিতে নিজের পছন্দের কাজ-কারবার করতে পারবে। গুলি খাওয়ার, ডাকাতির মুখে পড়ার, অপহৃত হওয়ার কোনো ভয় থাকবে না; রাতের খাবারে কী খাবে কিংবা সিনেমা দেখতে যাবে কি না- এসব নিয়েই শুধু ভাববে একটু। জানি, ব্যাপারটা ক্লিশে হয়তো, তবু এটাই আমার আমেরিকান স্বপ্ন।'
ভিকি
'আমি আমার কন্যাদের বসবাসের জন্য সহিংসতা ও নিপীড়ন থেকে নিরাপদ একটা দেশ চাই, এটাই আমার আমেরিকান স্বপ্ন। তাদের জন্য সুন্দর ভবিষ্যতের নিশ্চয়তা রয়েছে, কন্যাদের সেই পরিবেশ দেখাতে পারব, এটাই আমার আমেরিকান স্বপ্ন। যেখানে তারা জীবন নিয়ে কোনো সংশয়ে না থেকেই নিজ নিজ স্বপ্ন সৃষ্টি করতে ও সেগুলোর পেছনে ছুটতে পারবে। তারা বিশ্ববিদ্যালয়ে যেতে পারবে, কাজের শিক্ষা পাবে, এবং তাদেরকে সহযোগিতা করা আমেরিকান কমিউনিটিতে রাখতে পারবে অবদান।'
তামারা [ছবিতে তার পরিবারের সঙ্গে]
'আমাদের আমেরিকান স্বপ্ন খুবই সাদামাটা। প্রতিদান তো কোনো বস্তুগত বিষয় নয়; এ শুধু অনুভবের ব্যাপার- গর্ব, বেদনা, ভালোবাসা, সিদ্ধি, পরিশ্রান্তি। আমাদের আমেরিকান স্বপ্নে পরিবেশগত ও ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষা একটি অধিকার। প্রান্তিক ও শহুরে- উভয় কমিউনিটিগুলোই নিরাপদ, শক্তিধর ও প্রাণোচ্ছল হোক। আমাদের আমেরিকান স্বপ্ন খুবই সাদামাটা। প্রতিদান তো কোনো বস্তুগত বিষয় নয়; এ হলো অভিজ্ঞতার ব্যাপার- খাবার, আলাপচারিতা, হাঁটাচলা, আলিঙ্গন...। আমাদের আমেরিকান স্বপ্ন (বাস্তবায়ন) সহজ নয়। এর জন্য কঙ্কর, অধ্যাবসায় আর ঝাঁকুনি দরকার।'
জ্যান
'একদিন ঘুম থেকে উঠে দেখব, আমাকে আর যুদ্ধ করতে হচ্ছে না- এটাই আমার আমেরিকান স্বপ্ন। আমাদের সংবিধানের ওপর নিরন্তর আক্রমণ শেষে, নিজস্ব নাগরিকদের অধিকারের বিল পাস করে, সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে আসার একটি জয়যুক্ত সমাপ্তির স্বপ্ন দেখি আমি। আমাদের (দেশের) প্রতিষ্ঠাতাকারীরা অভ্যন্তরীণ যুদ্ধের যে ধারণা রেখে গেছেন, তাতে অনেক নাগরিকই আজ যুদ্ধ না দেখে বা এড়িয়ে থাকতে পারে না।'
পুনাহেলা
'আমি একটা বাসযোগ্য ভবিষ্যৎ চাই। আইপিসিসি (ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ) বলেছে, জলবায়ু পরিবর্তন অপরিবর্তনীয় হওয়ার আগে ১২ বছর সময় আছে আমাদের হাতে [২০১৮ সালের হিসেবে]। আমার বয়স ১৮। আমাদের প্রজন্মের উচিত, জলবায়ুর আন্দোলন নয়, বরং নিজেদের ভবিষ্যতের পরিকল্পনা করা। একজন আদিবাসী নারী হিসেবে এই ভূখণ্ডকে এত বেশি অসম্মানিত হতে দেখা আমার জন্য কষ্টকর। আদিবাসীরাই একটি ভূখণ্ডের কথা সবচেয়ে ভালো জানে। আমরা চিরকাল এর যত্ন নিয়েছি; প্রতিদানে এটিও আমাদের খেয়াল রেখেছে। এখন আমরা যেহেতু কলোনাইজড, তাই জলবায়ু সংকটের সামনে এসে পড়েছি।'
অ্যান্টোইনেট
'আমার আমেরিকান স্বপ্ন হলো দারিদ্র্যের সমাপ্তি। যেকোনো ধরনের দাসত্বের সমাপ্তিও আমার আমেরিকান স্বপ্ন। আমার আমেরিকান স্বপ্ন পুলিশের নিষ্ঠুরতার সমাপ্তি। আমার নাতির বেড়ে ওঠা দেখতে পাওয়ার স্বপ্ন দেখি আমি। যে শিশুরা হারিয়ে গেছে, তাদের বাড়ি ফিরিয়ে আনা আমার আমেরিকান স্বপ্ন। আমার স্বপ্নের আমেরিকায় গৃহহীনতার সমাপ্তি ঘটবে। কারাগারে মানুষের যাওয়ার পথ শেষ হবে, এমন আমেরিকান স্বপ্ন দেখি আমি।
- সূত্র: দ্য গার্ডিয়ান