ছবির গল্প: নতুন বৌঠান
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যক্তিজীবনের প্রসঙ্গ উঠলে যে নারীর নাম অবধারিতভাবে উঠে আসে, তিনি কাদম্বরী দেবী, রবির নতুন বৌঠান।
বহুকাল আগের, একদম কাছাকাছি বয়সের এই দুই মানব-মানবীর মধ্যকার সম্পর্ক নিয়ে আলোচনা ও কৌতুহলের শেষ নেই এখনো। কেউ তাদের মাঝে দেখেছেন গভীর বন্ধুত্ব, আবার কেউবা নেহাতই প্রথাগতভাবে খুঁজেছেন আঁশটে গন্ধ।
তবে চিরাচরিত নিয়মের কাতারে ফেলে কিছু সম্পর্কের বিশ্লেষণ কখনোই হয় না।
রবি ঠাকুর আর কাদম্বরী দেবীর অসংজ্ঞায়িত গল্প রবীন্দ্রনাথ ঠাকুরের 'জীবন স্মৃতি', সুনীল গঙ্গোপাধ্যায়ের 'প্রথম আলো' এবং সুব্রত রুদ্রের 'কাদম্বরী দেবী' বই অবলম্বনে লিংকন দাশ রায়ের মডেল ফটোগ্রাফির এই আয়োজন।
মূল মডেল মৌমিতা সিনহা ও অলোক চক্রবর্তী শুভ্র। অন্যান্য মডেল অরিত্র, জয়ী ও পিউ।