নিঃশব্দে পূর্তি হলো 'নন্টে-ফন্টে'র পঞ্চাশ বছর
বাঙালির জনপ্রিয় কমিকস 'নন্টে-ফন্টে'। নারায়ণ দেবনাথের চমৎকার সৃষ্টি। প্রজন্ম থেকে প্রজন্ম ধরে অজস্র বাঙালির শৈশব-কৈশোরকে রাঙিয়ে রাখা দুই মজার চরিত্র। সঙ্গে আছে কেলটুদাসহ আরও অনেক চরিত্র।
দেখতে দেখতে পঞ্চাশ বছর অতিক্রম করে ফেলল। তবে তা অনেকটা নিঃশব্দেই। খবর লিটারেসি প্যারাডাইসের।
নন্টে-ফন্টে আর কেলটুদার দুষ্টুমিতে শুধু শিশু-কিশোর নয়, প্রাপ্তবয়স্করাও বুঁদ হয়ে থেকেছেন। এখনো থাকছেন। বইয়ের পাতা থেকে ভিজুয়াল মাধ্যমেও উঠে এসেছে চরিত্রগুলো।
'নন্টে-ফন্টে'র প্রথম আত্মপ্রকাশ ১৯৬৯ সালে, 'কিশোর ভারতী' পত্রিকায়। ভারতীয় সাহিত্যিক নারায়ণ দেবনাথ দারুণ রসবোধে জীবন্ত করে তুলেছেন এই কমিকসের চরিত্রগুলোকে। তার বয়স এখন ৯৫ বছর।
তার অমর সৃষ্টি পঞ্চাশ বছর পূর্ণ করলেও এই অগ্রজ সাহিত্যিকের খোঁজ নিতে আসেনি কেউ। শুধু কমিকসটি নিয়ে দীর্ঘদিন গবেষণা করা শান্তনু ঘোষ এসেছিলেন, কেক নিয়ে। অনেকটা নিভৃতেই সেই কেক কেটে 'নন্টে-ফন্টে'র অর্ধ শতবার্ষিকী উদযাপন করেছেন এই কমিকসের স্রষ্টা আর গবেষক।
শান্তনু ঘোষ বলেন, সারা পৃথিবীতে জনপ্রিয় কমিকসগুলো নিয়ে যে উন্মাদনা আছে, পশ্চিমবঙ্গ বা ভারতে সেটা কখনোই দেখা যায়নি। বিদেশে একেকটি কমিকসের বাজার বিশ্বব্যাপী নানাভাবে ছড়িয়ে দেওয়া হয়। অথচ 'নন্টে-ফন্টে' এখনো স্থানীয় বাজারের গণ্ডিতেই আটকে আছে।
তিনি আক্ষেপ করে বলেন, এত বছর পরও এটিকে ছড়িয়ে দিতে সংশ্লিষ্ট সরকারি কিংবা বেসরকারি প্রতিষ্ঠান এগিয়ে আসেনি। এমনকি এর স্রষ্টারও খোঁজ রাখছেন না কেউ।