মাঙ্গা ইন্ডাস্ট্রিকে বদলে দেয়া হাজার এপিসোড ছাড়ানো অ্যানিমে সিরিজ ‘ওয়ান পিস’
কমিকস পড়তে ভালোবাসেন না- এমন মানুষ নেই বললেই চলে। আর এই কমিক্সেরই জাপানিজ সংস্করণ হলো 'মাঙ্গা'। নারুতো, আকিরা, উযুমাকি, ডেথ নোট, ওয়ান পিস, ড্রাগন বল সহ অজস্র মাঙ্গার জনপ্রিয়তা পুরো বিশ্বজুড়েই। 'মাঙ্গা'- শব্দটি মূলত জাপানে নির্মিত এবং প্রকাশিত বিভিন্ন কমিক বই, ব্যঙ্গ চিত্রায়ণ ও গ্রাফিক উপন্যাসের জন্য ব্যবহৃত হয়।
মাঙ্গাপ্রেমীদের পছন্দের তালিকায় থাকা একটি জনপ্রিয় অ্যানিমে সিরিজ 'ওয়ান পিস'। দুই দশক আগে মুক্তি পাওয়া হাজার পর্বের এ সিরিজের ২৫ বছর পূর্তি হবে এ বছর। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ এবং র্যাপার ট্রাভিস স্কটের মতো বিখ্যাত ব্যক্তিরাও এই সিরিজের ভক্ত।
১৯৯৭ সালে জাপানিজ মাঙ্গা (কমিক বই) আকারে প্রকাশিত হয় ওয়ান পিস। এরপর ১৯৯৯ সালে এর অ্যানিমেটেড টিভি সিরিজ মুক্তি পায়। এখন পর্যন্ত কমিক সিরিজটি ৫০০ মিলিয়নেরও বেশি কপি বিক্রি করে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড ধরে রেখেছে।
আইচিরো ওডা নির্মিত এই কমিক সিরিজটির মাঙ্কি ডি লাফি নামের একজন জলদস্যুর কাহিনি নিয়ে আবর্তিত। লাফি এবং তার দলের সদস্যরা 'ওয়ান পিস' নামের এক গুপ্তধনের খোঁজে বিশ্ব ভ্রমণে বের হন। যাত্রাপথে তারা সরকারের বিরুদ্ধে এবং অন্যান্য জলদস্যুদের সঙ্গে বিভিন্ন যুদ্ধে লিপ্ত হয়, যেখানে তারা 'ডেভিল ফ্রুট' খেয়ে পাওয়া বিশেষ ক্ষমতা ব্যবহার করে।
এই অনন্য কাহিনি এবং চরিত্রগুলো 'ওয়ান পিস' কে বিভিন্ন বয়সি ও শ্রেণী-পেশার মানুষের মধ্যে ভীষণ জনপ্রিয় করে তোলে।
২০০৯ সালে যখন জ্যাক লগান তার 'ওয়ান পিস পডকাস্ট' শুরু করেন, তখন যুক্তরাষ্ট্রে এই শো খুব বেশি পরিচিত ছিল না। তিনি বিবিসিকে বলেন, ' আমরা যে অ্যানিমে কনভেনশনে যেতাম, সেখান থেকেই বোঝা যেত। আজ সেখানে ওয়ান পিস ভক্তদের ভিড়, কিন্তু তখন ছিল মাত্র দুই-তিনজন।'
জাপানে, 'ওয়ান পিস' খুব দ্রুতই সাফল্য পেয়েছে। ১৯৯৭ সালে 'শোনেন জাম্প' ম্যাগাজিনে যখন এটি প্রথম প্রকাশিত হয়, তখন ম্যাগাজিনটির পাঠক সংখ্যা, প্রতিদ্বন্দ্বী 'শোনেন ম্যাগাজিন' এর তুলনায় কম ছিল। 'ওয়ান পিস'-এর কল্যাণে 'শোনেন জাম্প' ম্যাগাজিন জাপানের সবচেয়ে জনপ্রিয় মাঙ্গা হিসেবে পরিচিতি লাভ করে।
ওয়ান পিস মাঙ্গার বর্তমান সম্পাদক হিরোয়ুকি নাকানো শুরু থেকেই সিরিজটি পড়েছিলেন। দোভাষীর মাধ্যমে তিনি বলেন, "আমি সত্যিই মুগ্ধ হয়েছিলাম এবং ভাবছিলাম, 'এটি একটি অসাধারণ কমিকের শুরু"।
মাঙ্গা ইন্ডাস্ট্রিকে বদলে দেয়া 'ওয়ান পিস'
১৯৯০ এর দশকের মাঝামাঝি সময়ে, মাঙ্গা তার জনপ্রিয়তার শীর্ষে ছিল। ১৯৯৫ সালে ১ দশমিক ৩৪ বিলিয়ন কপি বিক্রি হয়েছিল। সেই সময়ের জনপ্রিয় সিরিজগুলোর মধ্যে ছিল 'ড্রাগন বল', 'স্ল্যাম ডাংক' এবং 'ডোরেমন'।
তবে নাকানোর মতে, 'ওয়ান পিস' মাঙ্গা শিল্পে এক বিপ্লবের সূচনা করেছে। তিনি বলেন, "এটি এলোমেলোভাবে নয়, বরং ধীরে ধীরে এবং সচেতনভাবে চরিত্রগুলোকে গড়ে তোলে, এবং এমন একটি গল্পের কাঠামো তৈরি করে যা শেষ পর্যন্ত একটি আবেগময় ক্লাইম্যাক্সে পৌঁছায়।"
তিনি আরও বলেন, "ওয়ান পিসের আগে মাঙ্গায় ক্লিফহ্যাঙ্গারের দিকে খুব বেশি জোর দেওয়া হত, যা প্রায়ই হতাশার কারণ হতো,কারণ অনেক সময় ঘটনার সমাপ্তি উত্তেজনার সাথে সামঞ্জস্যপূর্ণ হত না।"
'ওয়ান পিস' এর প্রথম পর্ব ১৯৯৯ সালের অক্টোবর মাসে সম্প্রচারিত হয়, কিন্তু জাপানের বাইরে এর জনপ্রিয়তা তৈরি করতে প্রায় এক দশক লেগেছে।
২০০৪ সালে যখন এটি প্রথম যুক্তরাষ্ট্রে সম্প্রচারিত হয়, তখন এর প্রাথমিক ডাবিং সংস্করণটি ভয়েস অ্যাক্টিং এবং কিছু যুদ্ধের দৃশ্য কাটার কারণে সমালোচিত হয়েছিল।
"প্রথম সংস্করণটি দেখে মানুষ এই শো বিমুখ হয়ে গিয়েছিল," বলেন লগান।
কোভিড-১৯ মহামারির কারণে অসংখ্য শিল্প ধ্বংসের মুখে পড়লেও মাঙ্গা এবং অ্যানিমের জনপ্রিয়তা বৃদ্ধি বাঁচিয়ে রেখেছিল এই শিল্পকে।
লগান জানান, মহামারির সময় শো-এর আন্তর্জাতিক জনপ্রিয়তা বাড়তে থাকে। তিনি বলেন, 'যখন সবাই বাড়িতে ছিল, তখন ৯০০ এর বেশি পর্বের একটি শো না দেখার জন্য তাদের কাছে কোনো অজুহাত ছিল না।'
"আরও নেই কেন?"
দুই দশক আগে মুক্তি পাওয়া বিশ্বজোড়া খ্যাতি অর্জনকারী এ সিরিজটির প্রায় ১ হাজারেরও ওপরে এপিসোড রয়েছে। এত লম্বা সময়ের সিরিজ কীভাবে দেখবেন ভাবলে হয়ত অনেকের মনেই বিরক্তি চলে আসতে পারে। একটানা দেখলেও সিরিজটি শেষ করতে অন্তত দুই থেকে তিন সপ্তাহ লাগবে।
কিন্তু নাকানোর মতে, এটাই শো-এর মূল শক্তি। তিনি বলেন, "ওডা-সেনসেই-এর তৈরি চরিত্র ও গল্প অন্য কোনো কাজের সাথে তুলনীয় নয়।"
লোগান বলেন, "আপনি কিছু অংশ বাদ দিয়ে বা যেকোনো সিজন অথবা এপিসোড থেকে শুরু করতে পারেন, কিন্তু এতে আপনি সিরিজটির কিছু গুরুত্বপূর্ণ এবং অসাধারণ জিনিস মিস করবেন। 'ওয়ান পিস'-এ এমন অনেক কিছু আছে যা ১৯৯৯ বা ২০০২ সালের পর্বে রয়েছে, কিন্তু তা আজও শো'র সাথে সম্পর্কিত।"
"আমি আগে বন্ধুদের বলতাম যে তারা কিছু অংশ বাদ দিতে পারে, কিন্তু এখন এটা ভেবে আমার মনে অপরাধবোধ জাগে!", যোগ করেন লগান।
"মানুষ শুরুতে বলবে এই সিরিজ এত লম্বা কেন। কিন্তু যখন শেষ করবে তখন বলবে, আরও নেই কেন?"
- সূত্র: বিবিসি
- অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন