পাখির চোখে খুলনা
রিপন ভূইয়া। ভালোবাসেন ছবি তুলতে। মূলত বছর কয়েক আগে মোবাইল দিয়ে ছবি তোলা শুরু করলেও ২০১৮ সাল থেকে পেশাদার ফটোগ্রাফার হিসেবে কাজ করছেন।
খুলনার ছেলে রিপন লেখাপড়াও করেছেন খুলনাতেই। তার রয়েছে অন্যরকম এক উদ্যোগ। গুগল ম্যাপ থেকে বিভিন্ন লোকেশন ও গুরুত্বপূর্ণ জায়গা বাছাই করে সেখানে চলে যান। গুগল ম্যাপে দেখা সেই জায়গাটার ছবি ধারণ করেন নিজের ক্যামেরায়, আর সেটি সামাজিক যোগাযোগমাধ্যমে করেন প্রকাশ।
রিপন মনে করেন, ম্যাপে যেহেতু ঠিকমতো দেখা যায় না, তাই মানুষকে নির্দিষ্ট জায়গার সৌন্দর্য সম্পর্কে ভালো ধারণা দেওয়া সম্ভব ক্যামেরার সাহায্যে। ফটোগ্রাফির মাধ্যমে নিজের দেশকে তিনি তুলে ধরতে চান বিশ্বের সামনে।
প্রিয় পাঠক, চলুন রিপন ভূইয়ার ক্যামেরার উঠে আসা খুলনার বিভিন্ন এলাকায় চিত্র দেখা যাক: