সঙ্গীর জন্য বিলবোর্ডে বিজ্ঞাপন
একাকীত্ব ঘোচাতে মানুষ কত কী-ই না করে। তাই বলে বিলবোর্ড ভাড়া নিয়ে বিজ্ঞাপন দেবে? এমন পাগলাটে কাণ্ডই করেছেন মার্ক রফ নামের এক তরুণ। ইংল্যান্ডের ম্যানচেস্টারের এক ব্যস্ত রাস্তায় ৪২৫ পাউন্ডে ভাড়া নিয়ে বিশাল এক বিলবোর্ডে লিখে রেখেছেন-‘একা নাকি? মার্কের সঙ্গে ডেট করো। হয়তো এই নিদর্শনের জন্যই তুমি অপেক্ষা করছিলে।‘
নায়কোচিত ভঙ্গিমায় শুয়ে থাকা নিজের এক আবেদন জাগানিয়া ছবিও বিজ্ঞাপনটিতে জুড়ে দিয়েছেন এই তরুণ। লিখে দিয়েছেন যোগাযোগের ওয়েব ঠিকানাও। খবর হিন্দুস্তান টাইমসের।
এখানেই শেষ নয়। সেই বিলবোর্ডের সামনে দাঁড়িয়ে একটি ভিডিও বার্তাও টুইটারে পোস্ট করেছেন মার্ক। সেখানে লিখেছেন, ‘বিলবোর্ডটির সামনে আমি। আমার মতো হেয়ারকাট দাও আগে, না হয় অনুতাপ করবে।‘
মার্কের এই কাণ্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ তোলপাড় ফেলেছে। কেউ কেউ মজা কুড়িয়েছেন, কেউ কেউ জানিয়েছেন শুভ কামনা।
এ প্রসঙ্গে মার্ক বলেন, ‘সঙ্গীর খোঁজে ডেটিং অ্যাপসের চক্করে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই খানিকটা মজা করেই বিলবোর্ডে নিজেকেই তুলে দিলাম। প্রথমে এই নিয়ে নিজেরাই খুব হাসাহাসি করেছি। পরে মনে হলো, আইডিয়াটা দারুণ তো! এত টাকা খরচ করেছি বলে অনেকেই হয়তো আমাকে পাগল ভাবছে; কিন্তু আমার তো মনে হয় সস্তায়ই পেয়ে গেছি বিলবোর্ডটা। বিজ্ঞাপনটিকে আমি মজাদার করে তুলতেই চেয়েছি, যেন শেষ পর্যন্ত ব্যর্থ না হই।‘
খালি চোখে নেহায়েত পাগলামি মনে হলেও মার্কের এই কৌশল বেশ কাজে লেগেছে। ইতোমধ্যেই জমা পড়েছে তার সঙ্গী হওয়ার শতাধিক আবেদন। দেখা যাক, এদের মধ্যে ঠিকঠাক মনের মানুষ খুঁজে পান কি না মার্ক।