এআই ব্যবহার করে খোঁজা হচ্ছে বিশ্বের নিঃসঙ্গতম উদ্ভিদের জন্য সঙ্গী!
বিশ্বের নিঃসঙ্গতম পুরুষ উদ্ভিদের জন্য নারী সঙ্গী খুঁজে দিতে ভূমিকা রাখছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তি। খবর বিবিসি'র।
সাউদাম্পটন বিশ্ববিদ্যালয়ের নেতৃত্বে একটি গবেষণা প্রকল্প দক্ষিণ আফ্রিকার হাজার হাজার একর বন অনুসন্ধান করছে - যেখানে একমাত্র এনসেফালার্টোস উডি (ই. উডি) নামক এই উদ্ভিদটির খোঁজ মেলে।
পৃথিবীতে বিদ্যমান এনসেফালার্টোস উডি (ই.উডি) প্রজাতির প্রতিটি উদ্ভিদ মূলত মূল উদ্ভিদের পুরুষ ক্লোন। যেহেতু কোনো নারী উদ্ভিদের অস্তিত্ব নেই, তাই তারা প্রাকৃতিকভাবে প্রজনন করতে পারে না। প্রাচীন এই প্রজাতিটি ডাইনোসর যুগের আগে থেকেই বিদ্যমান ছিল। কোনো নারী উদ্ভিদ না থাকায়, এটি পৃথিবীর সবচেয়ে বিপন্ন উদ্ভিদের মধ্যে একটি।
ইউনিভার্সিটি অব সাউদাম্পটনের রিসার্চ ফেলো ড. লরা সিন্টি, ড্রোন ও কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নারী ই. উডি প্রজাতি খোঁজার প্রথম প্রকল্পের নেতৃত্ব দিচ্ছেন।
তিনি বলেন, 'আমি এই উদ্ভিদের গল্প দ্বারা খুব অনুপ্রাণিত হয়েছি, এটি যেন প্রতিদানহীন প্রেমের একটি চিরায়ত গল্পের প্রতিফলন। তবে আমি আশাবাদী যে কোথাও না কোথাও একটি নারী উদ্ভিদ তো অবশ্যই আছে। প্রাকৃতিক প্রজননের মাধ্যমে এই উদ্ভিদকে প্রায় বিলুপ্তির হাত থেকে রক্ষা করা দারুণ কাজ হবে।'
১৮৯৫ সালে এনগোয়ে বনে একমাত্র ই.উডি উদ্ভিদটি খুঁজে পাওয়া গিয়েছিল। কেবল একটি পুরুষ নমুনা পাওয়া ব্যতিক্রমীভাবে বিরল এই উদ্ভিদটির কোনো নারী সঙ্গী না থাকায় প্রাকৃতিকভাবে প্রজনন করতে পারে না। এ প্রজাতির বিদ্যমান সমস্ত উদ্ভিদই মূল পুরুষ উদ্ভিদের ক্লোন।
নারী সঙ্গী খুঁজতে বনের ড্রোন দিয়ে তোলা ছবি এআই দিয়ে বিশ্লেষণ করা হচ্ছে। এখন পর্যন্ত ১০ হাজার একর জমির ২ শতাংশেরও কম এলাকা এর আওতায় আনা সম্ভব হয়েছে।
ড. সিনিতি বলেন, 'এআই দিয়ে আমরা ইমেজ রিকগনিশন অ্যালগরিদম ব্যবহার করছি যাতে আকৃতি অনুযায়ী উদ্ভিদ শনাক্ত করা যায়।'
তিনি আরও বলেন, 'আমরা বিভিন্ন পরিবেশ অনুযায়ী উদ্ভিদটির অনেকগুলো ছবি তৈরি করেছি, যাতে মডেলটি তাদের শনাক্ত করতে প্রশিক্ষণ দিতে পারে।'
অনুবাদ: সাকাব নাহিয়ান শ্রাবন