সোনার চেয়েও দামি প্যালেডিয়াম
বিশ্বজুড়ে পণ্যবাজারে দাম বেড়েছে মূল্যবান ধাতু প্যালেডিয়ামের। গত দুই সপ্তাহেই ধাতুটির মূল্য বেড়েছে ২৫ শতাংশের বেশি। এ ছাড়া গত বছরজুড়ে ধাতুটির মূল্য বেড়ে দ্বিগুণ হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়, এক আউন্স প্যালেডিয়ামের দাম প্রায় দুই হাজার ৫০০ ডলার, যেটি সমপরিমাণ সোনার দামের চেয়ে বেশি। এ পণ্যটির চাহিদাও অনেক। এ কারণে খুব শিগগরিই দাম কমার সম্ভাবনা নেই।
প্যালেডিয়াম কী
প্যালেডিয়াম একটি উজ্জ্বল সাদা ধাতু, যা প্লাটিনাম, রুথেনিয়াম, রোডিয়াম, অসমিয়াম ও ইরিডিয়ামের সমজাতীয়।
ধাতুটির বেশিরভাগ জোগান দেয় রাশিয়া ও দক্ষিণ আফ্রিকা। খনি থেকে প্লাটিনাম বা নিকেলের মতো বস্তু বের করার সময় এগুলোর সঙ্গে উপজাত হিসেবে আসে প্যালেডিয়াম।
এটি কী কাজে লাগে
ধাতুটির মূল বাণিজ্যিক ব্যবহার হয় গাড়ির এক্সস্ট ব্যবস্থায়। এই ব্যবস্থাটি নির্গমন নিয়ন্ত্রণ করে।
প্যালেডিয়ামের ৮০ শতাংশের বেশি এমন যন্ত্রে ব্যবহার হয়, যেগুলো কার্বন মনোঅক্সাইড, নাইট্রোজেন ডিঅক্সাইডের মতো বিষাক্ত গ্যাসগুলোকে কম ক্ষতিকর নাইট্রোজেন, কার্বন ডাইঅক্সাইড ও জলীয় বাষ্পে পরিণত করে।
এ ছাড়া এটি কম পরিমাণে ইলেকট্রনিক্স ও গয়না ব্যবহৃত হয়।
কেন দাম বাড়ছে
সংক্ষেপে বলতে গেলে, ধাতুটির জোগানের চেয়ে চাহিদা বেশি। ২০১৯ সালে যে পরিমাণ প্যালেডিয়াম প্রস্তুত হয়েছে, তা বৈশ্বিক চাহিদার চেয়ে কম। এ নিয়ে অষ্টমবারের মতো চাহিদার চেয়ে কম পরিমাণে উৎপাদিত হলো বস্তুটি।