বাইরের পৃথিবী থেকে লুকানো যেসব বাড়ি!
বাড়ি বলতে আপনি সাধারণত কি বোঝেন? ইট-কাঠের তৈরি একটা কাঠামো যা মাটির উপরে নির্মাণ করা হয় এবং দিনশেষে সেটিই আমাদের আশ্রয়স্থল। কিন্তু ইচ্ছে করেই মাটির নিচে রাখা, এমন ভূগর্ভস্থ বাড়িতে বসবাসের কথা কি আপনি ভাবতে পারেন? বিস্ময়কর হলেও সত্যি যে বিশ্বের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে আছে এমন অনেক বাড়ি যা আক্ষরিক অর্থেই অর্ধেক মাটিচাপা দেওয়া। খ্যাতনামা স্থপতিদের হাতে তৈরি এসব বাড়িতে নান্দনিকতারও কোনো অভাব নেই!
পৃথিবীর কাছ থেকে আংশিকভাবে নিজের অস্তিত্ব লুকানোর চেষ্টায় ব্যস্ত, এমনই ১০টি বাড়ির কথা আজ জানাবো পাঠকদের।
কাসা আগুয়াকেটস, মেক্সিকো
মেক্সিকো শহর থেকে ঘন্টাদুয়েকের দূরত্বে অবস্থিত একটি গ্রাম্য লেকটাউনে তৈরি করা হয়েছে কাসা আগুয়াকেটস। বনের দিকে ঢালু নেমে যাওয়া অ্যাভোকাডো ক্ষেতের উপরে নির্মিত বাড়িটিতে প্রবেশ করার উপায় হলো একটি চলন্ত সিড়ি।
বাড়ির স্থপতি ফ্রান্সিসকো পারদো জানান, বাড়িটি নির্মাণের মূল উদ্দেশ্য ছিল ঘরে বসেই বনের দৃশ্য উপভোগ করা; কিন্তু ক্লায়েন্ট একই সাথে অ্যাভোকাডো ক্ষেতকেও নষ্ট করতে চাননি। তাই এটিকে অর্ধেকটা মাটির নিচে রাখার পরিকল্পনা করেন তারা।
এনকেভড, গ্রিস
সেরিফস দ্বীপের পাথুরে পাহাড়ি এলাকায় সমুদ্রমুখী এই বাড়িটি নির্মাণ করেছে গ্রিক স্টুডিও মোল্ড আর্কিটেক্টস। উদ্দেশ্য ছিল সমুদ্রের সৌন্দর্য্য উপভোগ করার পাশাপাশি ঝড়ো হাওয়া প্রতিরোধী একটি বাড়ি তৈরি করা।
'ভি' আকৃতির এই বাড়ির লিভিংরুম পুরোটাই মাটির নিচে এবং সুরক্ষিত প্রাঙ্গণ ও ব্যালকনির মাধ্যমে এখানে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থাও রয়েছে।
লান্ডাবুরু বোরদা, স্পেন
স্পেনের গ্রাম্য অঞ্চলে অবস্থিত ছোট্ট এই পাথরের দালানটির সাথে কাঁচের তৈরি করিডরের মাধ্যমে আলাদা একটি কংক্রিটের দালানকে যুক্ত করা হয়েছে। বাড়ির নকশা করেছে আর্কিটেকচার স্টুডিও জর্দি হিদালগো তানে।
বাড়ির এক্সটেনশন অংশে রয়েছে বড় লিভিং রুম, ডাইনিং এবং রান্নাঘর। কিন্তু মজার ব্যাপার হলো, নাভারা পর্বতের অনিন্দ্য প্রাকৃতিক সৌন্দর্য্যকে অক্ষত রাখার জন্য বাড়ির এদিকের পুরো অংশই পাহাড়ের মধ্যে লুকিয়ে ফেলা হয়েছে!
স্লোপড ভিলা, বেলজিয়াম
বেলজিয়ামের মন্ট-ডি-এনক্লুস উপত্যকার প্রাকৃতিক ল্যান্ডস্কেপের মধ্যে পাহাড় খুঁড়ে এই বাড়ি তৈরি করেছে স্টুডিও ওকামি আর্কিটেকটেন। আসলে এ অঞ্চলে ভবন নির্মাণের কড়া বিধিনিষেধ থেকে বাঁচার জন্যই এত লুকোচুরি! সাইডওয়ে এবং ঢালুর দিক থেকে বাড়ির কাঠামো বোঝা গেলেও পশ্চিম দিক থেকে তাকালে বাড়িটিকে দেখা যায় না বললেই চলে।
হাউজ ইন মনসারাজ, পর্তুগাল
হাউজ ইন মনসারাজ-এর পনেরো আনাই যেন মাটির নিচে লুকিয়ে; পাহাড়ের পাদদেশ থেকে জেগে ওঠা বড় খিলান কিছুদূর এগিয়ে বাঁকানো ভবনে রূপ নিয়েছে। সবুজ ছাদওয়ালা বৃত্তাকার বহিঃপ্রাঙ্গণের মাধ্যমে বাড়ির ভেতরে প্রাকৃতিক আলো প্রবেশের ব্যবস্থা করা হয়েছে। বাড়ির নকশা করেছে আর্কিটেকচার স্টুডিও এইরেস মাতেয়াস।
হাউজ ইন দ্য ল্যান্ডস্কেপ, রাশিয়া
মস্কোর এই বাড়িটি নির্মাণের জন্য রুশ স্টুডিও নিকো আর্কিটেক্ট তৈরি করেছে আস্ত এক কৃত্রিম পাহাড়! এরপর সেই পাহাড়ের নিচেই চাপা দিয়েছে বাড়িটিকে।
গম্বুজ আকৃতির, সাদা দেয়ালের বাড়িতে সবুজ ছাদ রাখা হয়েছে এবং উত্তর দিকে পুকুরের মতো দেখতে প্রাঙ্গণকে ঘিরে ফেলা হয়েছে মসৃণ-চকচকে দেয়াল দিয়ে।
টিলট রুফ, দক্ষিণ কোরিয়া
দক্ষিণ কোরিয়ার গিওংগি প্রদেশের পাহাড়ি এলাকায় নির্মিত এই বাড়ির নকশা করেছে বিসিএইচও আর্কিটেক্টস। বলাই বাহুল্য, প্রকৃতির সাথে বাড়িটিকে মিশিয়ে দিতে যথেষ্ট পরিশ্রম করেছে তারা।
চওড়া ছাদওয়ালা ব্যালকনি ঢালু হয়ে নিচে নেমে গেছে এবং ভবনের সাথে মিলিয়ে বসার ঘরের অংশও নিচু রাখা হয়েছে বাড়িটিতে।
হাউজ অন দ্য ক্লিফ, স্পেন
খাড়া পর্বতের গা বেয়ে তৈরি এই বাড়িটি অবস্থিত স্পেনের গ্রানাডা অঞ্চলে। অনবদ্য নকশার জন্য প্রায়ই এটিকে বিখ্যাত কাতালান স্থপতি আন্তোনি গাউদি'র কাজের সাথে তুলনা করা হয়।
ভূগর্ভস্থ ঠান্ডা পরিবেশ পেতে মাদ্রিদভিত্তিক প্রতিষ্ঠান গিলবার্তোমে আর্কিটেক্টস দুই তলা বাড়িটির সিংহভাগই রেখেছে মাটির নিচে।
আউটহাউজ, যুক্তরাজ্য
নির্মাতা লয়েন অ্যান্ড কোম্পানি আউটহাউজকে আখ্যা দিয়েছে 'আর্থ শেল্টার' হিসেবে। বিশাল এই একতলা বাড়িতে রয়েছে গাছপালা সমৃদ্ধ একটি ছাদ এবং চারদিকে ঘেরা প্রাঙ্গণ।
কাসা পাতিওস, ইকুয়েডর
কোটোপাক্সি প্রদেশের গ্রামীণ অঞ্চলে ভবনটি নির্মাণ করেছে কুইটোভিত্তিক প্রতিষ্ঠান রামা এ'তুদিও। বাড়ির দুপাশের দুই ঢাল ল্যান্ডস্কেপের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে এবং ছাদ ঢেকে দেওয়া হয়েছে সবুজ ঘাসে। এছাড়াও, বাড়ির দেয়াল নির্মাণে ইকুয়েডরের ঐতিহ্যবাহী কায়দায় নির্মাণক্ষেত্রের মাটি ব্যবহার করা হয়েছে।
সূত্র: ডিজিন