এক মিনিটে পড়ুন: দেজা ভ্যু কী?
'দেজা ভ্যু' কথাটির সঙ্গে পরিচিত হোক বা না হোক, পৃথিবীর ৭০ শতাংশ মানুষই পায় এর অনুভূতি। কিন্তু বিজ্ঞানীরা এখনও এর নেপথ্যের নির্দিষ্ট কোনো কারণ উদঘাটন করতে পারেননি।
এটি মূলত এমন এক ধরনের অনুভূতি, যেখানে আপনি একদম নতুন কোনো অভিজ্ঞতার মুখোমুখি হওয়া সত্ত্বেও, আপনার মনে হবে আপনি আগেও একই পরিস্থিতির সম্মুখীন হয়েছেন।
মূলত কিশোর ও তরুণ বয়সীরা সবচেয়ে বেশি শিকার হয় দেজা ভ্যুর। বিশেষজ্ঞরা ধারণা করেন, দেজা ভ্যুর সঙ্গে ডোপামিন লেভেলের একটা যোগসূত্র থাকতে পারে। ১৫ থেকে ২৫ বছর বয়সীদের মধ্যে ডোপামিন লেভেল সবচেয়ে বেশি থাকে।
একটি নির্দিষ্ট ধরনের এপিলেপটিক সিজারের আগেও দেজা ভ্যু বেশ ঘন ঘন, ধারাবাহিকভাবে হয়ে থাকে। তাই ধরে নেওয়া যেতে পারে, মস্তিষ্কের কোষের মিসফায়ারিংয়ের কারণেও দেজা ভ্যু হওয়ার সম্ভাবনা রয়েছে। তখন যেকোনো ঘটনার পরিপ্রেক্ষিতে হুট করে মস্তিষ্কের কোষগুলো পূর্বপরিচয়জনিত অনুভূতির ইলেকট্রিক সিগনাল পাঠাতে পারে।
আরেকটি থিওরিও অবশ্য রয়েছে। ধরা যাক কোনো ঘটনা সামগ্রিকভাবে হয়তো নতুন। কিন্তু সেই ঘটনার কিছু অংশের সঙ্গে আমাদের আগে থেকেই চেনাজানা রয়েছে। যেমন: কোনো একটি জায়গায় আমরা গিয়েছি প্রথমবার, কিন্তু সেখানকার দোকানগুলোর আকৃতি আমাদের আগে থেকেই চেনা। সেরকম পরিস্থিতিতে মস্তিষ্ক ভুলবশত আমাদের বার্তা দিতে পারে যে ওই পুরো জায়গাটিকেই আমরা আগেও কোথাও দেখেছি।
- সূত্র: হাউ ইট ওয়ার্কস