এক মিনিটে পড়ুন: কোনো কোনো মানুষকে মশা বেশি কামড়ায় কেন?
অনেক পোকামাকড়ই তাদের 'শিকার'-এর নির্দিষ্ট গন্ধের প্রতি আকৃষ্ট হয়। মশাও এর ব্যতিক্রম নয়।
২০১৫ সালে লন্ডন স্কুল অব হাইজিন অ্যান্ড ট্রপিকাল মেডিসিনের গবেষকরা মানুষসহ অন্যান্য প্রাণীর গায়ের গন্ধের সঙ্গে মশার কামড়ের একটি জিনগত যোগাযোগের প্রমাণ পান।
তারা ১৮ জোড়া আইডেন্টিকাল টুইন এবং ১৯ জোড়া নন-আইডেন্টিকাল টুইনের উপর গবেষণা চালিয়ে বোঝার চেষ্টা করেন, মশারা প্রতিটি আলাদা আলাদা ব্যক্তির উপর কতটা আকৃষ্ট হচ্ছে।
জানিয়ে রাখা ভালো, আইডেন্টিকাল টুইনদের শরীরের সবগুলো জিন অভিন্ন, এবং তারা একই সেক্সের অন্তর্গত হয়। কিন্তু নন-আইডেন্টিকাল টুইনদের সব জিন সাদৃশ্যপূর্ণ নয়, এবং তাদের একজন ছেলে অন্যজন মেয়েও হতে পারে।
যা-ই হোক, সেই গবেষণার ফলাফলে দেখা গেছে, আইডেন্টিকাল টুইনদের বেলায় মশারা দুজনকেই সমান প্রাধান্য দিয়েছে। অথচ নন-আইডেন্টিকাল টুইনদের বেলায় তারা যেকোনো একজনকে বেশি পছন্দ করেছে।
এ থেকে বোঝা যায়, কোনো কোনো মানুষ বা প্রাণীর শরীরে পোকামাকড়কে আকৃষ্টকারী জিন বিদ্যমান থাকে, আবার কোনো কোনো মানুষ বা প্রাণীর শরীরে থাকে পোকামাকড় প্রতিরোধী জিন।
এবার বুঝলেন তো, কেন কোনো কোনো মানুষ মশার কামড় একটু বেশিই খায়!
- সূত্র: হাউ ইট ওয়ার্কস