এক মিনিটে পড়ুন: আটকে পড়া নভোচারী কতক্ষণ টিকে থাকবেন চাঁদে?
একজন নভোচারী যদি দুর্ঘটনাক্রমে চাঁদে আটকে পড়েন, তবে তিনি কতক্ষণ বেঁচে থাকবেন তা নির্ভর করছে অক্সিজেনসহ অন্যান্য সাপ্লাই তার কাছে কী পরিমাণে রয়েছে তার উপর।
একজন গড়পড়তা মানুষ কোনো খাবার ছাড়া কয়েক সপ্তাহ, এবং এক ফোঁটাও পানি ছাড়া তিনদিন বেঁচে থাকতে পারে। কিন্তু মাত্র ১৬ মিনিটের অক্সিজেনের ঘাটতিই তার মস্তিষ্কে এমন ক্ষতি করে দেবে, যা আর কখনো সারানো যাবে না। আর ৩০ মিনিটের মধ্যেই সে ঢলে পড়বে মৃত্যুর কোলে।
এখন পর্যন্ত দীর্ঘতম মুন মিশনটি ছিল অ্যাপোলো ১৭। সেবার নভোচারীরা চন্দ্রপৃষ্ঠে প্রায় ৭৫ ঘণ্টা কাটান। যদি তারা ল্যান্ডার কক্ষপথে ফিরতে ব্যর্থ হতেন, তাহলে সঙ্গে থাকা অক্সিজেন দিয়ে তারা হাতেগোনা কয়েকদিন বেঁচে থাকতেন।
- সূত্র: হাউ ইট ওয়ার্কস