এক মিনিটে পড়ুন: সূর্য 'আত্মহত্যা' করলে কী হবে?
হ্যাঁ, সূর্যের যেভাবে আয়ু ফুরোবে, সেটিকে আত্মহত্যাই বলা চলে।
যখন একটু একটু করে সূর্যের জীবনীশক্তি শেষ হয়ে আসবে, সে প্রথমে স্ফীত হয়ে উঠবে, আর তারপর বিস্ফোরিত হবে একটি গ্রহ নীহারিকায়।
আগামী কয়েক বিলিয়ন বছরের মধ্যেই সূর্যের হাইড্রোজেন জ্বালানির মজুদ শেষ হয়ে যাবে। সে তখন তুলনামূলক ভারি ভারি সব উপাদান গলাতে শুরু করবে।
তখন সূর্যের ভেতরটা আরও ঘন হয়ে যাবে, অন্যদিকে এর বাইরের স্তরগুলো হবে উষ্ণতর। এতে করে বাইরের দিকে সূর্যের প্রসারণ ঘটবে, এবং পৃথিবীর সমস্ত পানিকে বাষ্পীভূত করে ফেলবে।
শেষমেশ সূর্যের আকৃতি বর্তমানের চেয়েও একশো গুণ বড় হয়ে যাবে। বুধ ও শুক্র গ্রহ তো বটেই, সম্ভবত গ্রাস করে নেবে পৃথিবীকেও।
যখন সূর্যের একেবারেই সব জ্বালানি শেষ হয়ে যাবে, এটি তখন এর ভেতরকার সব উপাদানকে বাইরের দিকে একটি প্রসারণশীল গ্যাসের শেলে ছুড়ে ফেলবে। অবশিষ্ট থাকবে একটি অতিঘন অথচ হালকা সাদা রঙের বামন নক্ষত্র!
- সূত্র: হাউ ইট ওয়ার্কস