কোভিডের নতুন ৯ উপসর্গ
করোনাভাইরাসের আগের উপসর্গগুলোর সাথে নতুন করে যুক্ত হয়েছে আরও ৯টি উপসর্গ।
যুক্তরাজ্যের হেলথ সিকিউরিটি এজেন্সির নতুন নির্দেশিকায় এখন গলা ব্যথা, পেশীতে ব্যথা, এমনকি ডায়রিয়ার মতো লক্ষণও তালিকাভুক্ত করা হয়েছে।
তবে, নতুন উপসর্গগুলোর সাথে সর্দি ও ফ্লুর উপসর্গের বেশ মিল রয়েছে বলে উল্লেখ করা হয়।
যুক্তরাজ্যে স্বীকৃত কোভিড সংক্রমণের মূল উপসর্গ ছিল:
- জ্বর
- একটানা কাশি
- গন্ধ বা স্বাদের অনুভূতি নষ্ট হওয়া
নতুন করে এ তালিকায় যুক্ত হওয়া উপসর্গগুলো হলো:
- নিঃশ্বাস নিতে কষ্ট হওয়া
- ক্লান্তি বোধ হওয়া
- শরীর ব্যাথা
- মাথাব্যথা
- গলা ব্যথা
- নাক বন্ধ হওয়া বা সর্দি থাকা
- ক্ষুধামান্দ্য
- ডায়রিয়া
- অসুস্থ বোধ করা বা অসুস্থ হওয়া
সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত বাংলাদেশে করোনায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ২৯ হাজার ১২৩ এ।
এ পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ১৯ লাখ ৫১ হাজার ৮৬৭ জন।
- সূত্র: বিবিসি