অক্টোবরের মধ্যেই খুলবে দেশের সকল বিশ্ববিদ্যালয়: শিক্ষামন্ত্রী
চলতি মাসেই দেশের সকল বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী দীপু মনি। আজ সোমবার মন্ত্রিসভার এক বৈঠকে এ কথা জানান তিনি।
সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান নিয়ে আলোচনার সময় বিশ্ববিদ্যালয় খোলার বিষয়টি উঠে আসে। বৈঠকে বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন দেরি হচ্ছে, এমন প্রশ্নের জবাবে দীপু মনি বলেন, এ মাসেই সব বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে বলে আশা করছেন তিনি।
করোনা মহামারির কারণে প্রায় দেড় বছর বন্ধ থাকার পর গত ১২ সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছে দেশের প্রাথমিক ও উচ্চমাধ্যমিক স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে। ১৩ সেপ্টেম্বর খুলে দেওয়া হয়েছে মেডিকেল কলেজগুলোও।
এর মধ্যে নিজ উদ্যোগে কয়েকটি বিশ্ববিদ্যালয়ও তাদের কার্যক্রম পুনরায় চালু করেছে। অক্টোবরের মধ্যে আরও অন্তত ২২টি বিশ্ববিদ্যালয় খোলার তারিখ দিয়েছে। তবে এখনো বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ই বন্ধ রয়েছে।
সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠক শেষে সাংবাদিকদের বলেন, "মন্ত্রিসভায় আলোচনা হয়েছে, শিক্ষাপ্রতিষ্ঠানের পরিস্থিতিটা কী। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে কেন এখনো দেরি হচ্ছে, এ বিষয়ে শিক্ষামন্ত্রী ব্যাখ্যা দিয়েছেন। যেহেতু বিশ্ববিদ্যালয়গুলো নিজস্ব সিন্ডিকেট সিদ্ধান্ত অনুযায়ী চলে, তাই (শিক্ষামন্ত্রী) আশা প্রকাশ করছেন, এই মাসের মধ্যে সব কটি বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।"
সচিব আরও জানান, দীর্ঘদিন বন্ধ থাকায় বিশ্ববিদ্যালয়ের হলগুলোর অবস্থা এখন খারাপ। বিশ্ববিদ্যালয়গুলো খুলতে দেরি হওয়ার পিছনে হলের বর্তমান অবস্থাকে অন্যতম বড় একটি কারণ বলে উল্লেখ করেন তিনি।
উল্লেখ্য, আগামী ৫ই অক্টোবর চতুর্থ বর্ষ ও মাস্টার্সের শিক্ষার্থীদের জন্য খুলে দেওয়া হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলো। এরপর একে একে অন্যান্য বর্ষের শিক্ষার্থীদের জন্যও খুলে দেওয়া হবে দেশের সবচেয়ে বড় বিশ্ববিদ্যালয়ের হলগুলো।