অক্সিজেনের অভাবে সাতক্ষীরা মেডিকেলে রোগীর মৃত্যু: ২২ কর্মকর্তা-কর্মচারীর বক্তব্য নিল তদন্ত কমিটি
অক্সিজেনে সংকটে সাতক্ষীরা মেডিকেলে রোগীর মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) এর গঠিত তদন্ত কমিটি হাসপাতালটি পরিদর্শন করেছেন।
রোববার (৪ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত হাসপাতালে অভিযোগের বিষয়ে তারা খোঁজ খবর নেন। এ সময় তদন্ত কমিটি হাসপাতালের ২২ জন কর্মকর্তা-কর্মচারির লিখিত বক্তব্য গ্রহণ করেন।
তদন্ত কমিটির প্রধান স্বাস্থ্যের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক রফিকুল ইসলাম গাজী জানান, সাতক্ষীরা মেডিকেলে অক্সিজেন সংকটে আট রোগীর মৃত্যুর ঘটনায় তদন্তের প্রথম কর্মদিবসে মেডিকেলের তত্ত্বাবধায়ক, অধ্যক্ষসহ ওই দিনের দায়িত্বরত ২২ জন কর্মকর্তা, কর্মচারীর লিখিত বক্তব্য নেওয়া হয়েছে। আমাদের তদন্ত কার্যক্রম সম্পন্ন হযেছে। বিধি মোতাবেক সার্বিক ঘটনার প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে দাখিল করা হবে। এই মুহূর্তে বিস্তারিত বলা সম্ভব নয়।
এদিকে, বৃহস্পতিবারের (৩০ জুন) ঘটনায় মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের গঠিত তিন সদস্যের তদন্ত কমিটি আরও সাত দিন সময় চেয়ে আবেদন করেছেন। তদন্ত টিমের প্রধান হাসপাতালের মেডিসিন বিভাগের অধ্যাপক ডা. কাজী আরিফ আহমেদ জানান, অক্সিজেন সংকটে রোগী মৃত্যুর অভিযোগের বিষয়টি তদন্ত করে তিন দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়। কিন্তু নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলাসহ আনুসঙ্গিক কারণে এত স্বল্প সময়ে তদন্ত কার্যক্রম শেষ করা সম্ভব নয়। যেকারণে আরও সাত দিন সময় চাওয়া হয়েছে।
এ বিষয়ে সাতক্ষীরা মেডিকেলের তত্ত্বাবধায়ক ডা. কুদরত-ই-খোদা জানান, বিভাগীয় স্বাস্থ্য কর্মকর্তার গঠিত তদন্ত কমিটি রোববার তদন্তে এসেছে। তাদের তদন্ত কাজে সার্বিক সহায়তা করা হচ্ছে। এছাড়া সাতক্ষীরা মেডিকেলের নিজস্ব তদন্ত কমিটি সাত দিনের সময় চেয়েছে। আবেদনের প্রেক্ষিতে সয়মসীমা বর্ধিত করা হয়েছে।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার সন্ধ্যায় সাতক্ষীরা মেডিকেলে সেন্ট্রাল অক্সিজেন সংকটে পড়ে নয় রোগীর মৃত্যু হয়। যদিও কর্তৃপক্ষ জানিয়েছে, অক্সিজেনের কোন সংকট ছিল না। সেন্ট্রাল সংযোগে কারিগরি ত্রুটির কারণে অক্সিজেন প্রেসার ফল্ট করে মুমূর্ষ অবস্থায় থাকা চার রোগীর মৃত্যু হয়েছে।