অক্সিজেন সংকট নিয়ে আবারও বিরোধী সাংসদদের তোপের মুখে স্বাস্থ্যমন্ত্রী
জাতীয় সংসদে আবারও বিরোধী দলের সাংসদদের তোপের শিকার হলেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যদিও শনিবার তিনি সংসদে উপস্থিত ছিলেন না।
সংসদের বাজেট অধিবেশনের সমাপনী দিনে পয়েন্ট অব অর্ডারে সাতক্ষীরা ও বগুড়ায় অক্সিজেনের অভাবে মানুষ মারা যাওয়ার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও জাহিদ মালেকের সমালোচনা করা হয়। তার পদত্যাগেরও দাবি ওঠে।
পয়েন্ট অব অর্ডারে প্রথমে বিএনপির সাংসদ জি এম সিরাজ বগুড়ায় অক্সিজেন সংকটের ব্যপারে বলেন, 'অক্সিজেনের অভাবে বগুড়ায় ২ দিনে ২৪ জন মারা গেছেন। কোভিডের জন্য নির্ধারিত মোহাম্মদ আলী হাসপাতাল ২৫০ বেডের। এর মধ্যে আইসিইউ বেড আছে আটটি। কিন্তু হাই ফ্লো নাজাল ক্যানুলা আছে মাত্র দুটি। ফলে বাকি আইসিইউ বেড কোনো কাজেই লাগছে না।'
তিনি জানান, 'বগুড়ায় ৩টি হাসপাতালের ৪৫০টি বেড রোগীতে ঠাসা। নতুন রোগী ভর্তি হতে পারছেন না।'
তিনি প্রতিটি হাসপাতালে ২০টি হাই ফ্লো অক্সিজেন সরবরাহের দাবি জানান।